CRICKET LIVE STREAMING

Friday, April 26, 2013

যেভাবে উত্থান সোহেল রানার

মানিকগঞ্জের সিঙ্গাইর উপজেলার জয়মণ্ডপ গ্রামে থাকতেন রানা প্লাজার মালিক সোহেল রানা। তাঁর বাবার নাম আবদুল খালেক। ওই এলাকার লোকজন রানার বাবাকে ‘কলু খালেক’ হিসেবে চিনতেন। তিনি একসময় ফেরি করে তেল বিক্রি করতেন। প্রায় ৩০ বছর আগে তিনি সাভারে এসে ভাড়া বাসায় থেকে তেলের ব্যবসা করেন। একসময় তেলের ঘানি দেন। সেখান থেকে শুরু করেন খৈলের ব্যবসা। একপর্যায়ে সাভার নামাবাজারে তেলের মিল গড়ে তোলেন। এভাবেই সোহেল রানার পরিবারে অর্থনৈতিক উত্থান শুরু।
১৯৯৪ সালে সাভার কলেজের ভিপি ছাত্রদলের নেতা হেলালউদ্দিনের ডানহাত বলে পরিচিত গাড়িচালক জাকিরের সঙ্গে পরিচয় হয় সোহেল রানার। গাড়িচালক জাকিরের সঙ্গে সোহেল রানার বোন সুফিয়া আক্তারের বিয়ে হয়। এভাবেই ছাত্রদলের নেতা হেলালউদ্দিনের পরিবারের সঙ্গে সম্পর্ক গড়ে উঠে রানা প্লাজার মালিক সোহেল রানার পরিবারের।
হেলালউদ্দিনের সঙ্গে হাতে হাত মিলিয়ে সোহেল রানা গড়ে তোলেন সন্ত্রাসী বাহিনী। এলাকায় তাঁর বাহিনী পরিচিতি পায় ‘রানা বাহিনী’ নামে।
সন্ত্রাসী বাহিনীকে কাজে লাগিয়ে সোহেল রানা গড়ে তোলেন বিভিন্ন ব্যবসা। ২০০৭ সালে তিনি নির্মাণ করেন রানা প্লাজা।
ঢাকা জেলা আওয়ামী লীগের সহসভাপতি আশরাফ উদ্দিন খান জানান, অর্থ বৈভব ও প্রতিপত্তির কারণে সোহেল রানার সঙ্গে স্থানীয় সাংসদ তালুকদার তৌহিদ জং মুরাদের সাহচর্য হয়। তাঁর সুনজরে পড়ে সোহেল রানা হয়ে ওঠেন অপ্রতিরোধ্য। একপর্যায়ে তাঁকে দেওয়া হয় পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়কের পদ।
স্থানীয়রা জানান, হরতালবিরোধী মিছিল, সাংসদের জনসভা, সরকারি সম্পদের ইজারা—এসব কাজে সোহেল রানার একচ্ছত্র আধিপত্য গড়ে ওঠে। জমি ব্যবসার নামে নিরীহ লোকজনের জমি দখলের অভিযোগও আছে তাঁর বিরুদ্ধে। গত বুধবার ভবনধসের আগেও হরতালবিরোধী মিছিল করার জন্য লোক জড়ো করেছিলেন রানা।

রানার সম্পদ
সাভার পৌরসভা সূত্র জানিয়েছে, ‘রানা প্লাজা’র নির্মাণ শুরু হয় ২০০৭ সালে। এর আগে জায়গাটি ছিল পরিত্যক্ত। পেছনের দিকে ছিল জলাশয়। ভবন নির্মাণ করার আগে বালু ফেলে ভরাট করা হয়। এর উদ্বোধন হয় ২০১০ সালে। ভবনের পেছনের অংশ রানা দখল করেছিলেন বলে অভিযোগ রয়েছে।
সাভার পরিবেশ উন্নয়ন পরিষদের সহসভাপতি রফিকুল ইসলাম মোল্লা প্রথম আলো ডটকমকে বলেন, রানা প্লাজার পেছনের অংশ সরকারি খাল হিসেবেই দেখেছেন তিনি। নাম ছিল সাধাপুর খাল। এটি দখল করে ভবন নির্মাণ করেন রানা। এ ছাড়া সাভার বাজার রোডে রানার রয়েছে আটতলা ভবন ‘রানা টাওয়ার’। এটির একটি পিলারে ফাটল দেখা দেওয়ায় গতকাল বৃহস্পতিবার ভবনটি বন্ধ করে দেয় প্রশাসন। আটতলার ওপরে এখনো নির্মাণকাজ চলছে। তবে ইতিমধ্যে পার্কিং থেকে তিনতলা পর্যন্ত ভাড়া দেওয়া হয়েছে। রানা টাওয়ারের পাশেই তাঁদের ছয়তলা বাসভবন রয়েছে। ধামরাইয়ের কালামপুরে রানার পরিবারের একটি ইটভাটা আছে।

Wednesday, December 14, 2011

 ডন ২ শাহরুখের নতুন বাজি

শাহরুখ খান

শাহরুখ খান

‘ডন কো পাকাড়না মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়’—এই জনপ্রিয় সংলাপ নিয়ে আবার আসছেন শাহরুখ খান, সঙ্গে পরিচালক ফারহান আখতার। পাঁচ বছর আগে যখন অমিতাভ বচ্চনের ডন (১৯৭৮)-এর রিমেক নিয়ে ফারহানের দল পর্দায় এসেছিলেন, তখন অনেকেই সন্দেহ করেছিলেন, শাহরুখের ডন কি অমিতাভের ডনকে ছাপিয়ে যেতে পারবে? দুটি ছবিই সুপারহিট। তাই কে কাকে ছাপিয়ে গেছেন, এই প্রশ্ন অবান্তর। তবে এবার শাহরুখকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজের সঙ্গেই। প্রথমবারের মতো শাহরুখ নিজের কোনো ছবির সিকুয়্যালে অভিনয় করলেন। নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও তাই। এমনকি দিল চাহতা হ্যায়, লক্ষ্য, ডন-এর পরিচালক ফারহানেরও সিকুয়্যাল অভিষেক হতে যাচ্ছে আসছে ২৩ ডিসেম্বর। ডন ২-এর গায়ে হিট ছবির তকমা লাগাটা এখন সময়ের ব্যাপার মাত্র। শাহরুখ খান নিজেই বড় একটা কারণ; তার ওপর রক অন, লাক বাই চান্স, কার্তিক কলিং কার্তিক, জিন্দেগি না মিলেগি দোবারাতে অভিনয়ের পর ফারহান আখতারের পরিচালনায় ফেরা, শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন, বড়দিনের সপ্তাহে ছবি মুক্তি—সব মিলিয়ে সবকিছুই আছে ডন ২-এর পক্ষে। তবে শাহরুখের টেনশন, ডন ২ যেন আরও একটি রা ওয়ান না হয়ে যায়। প্রায় ১৫০ কোটি রুপির ছবি রা ওয়ান সব মিলিয়ে ২০০ কোটি রুপি আয় করলেও ঐতিহাসিক হিট ছবির তকমা পায়নি। দর্শক-প্রতিক্রিয়া তো একেবারে মিশ্র। তার পরও যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ! সবকিছু শিকেয় তুলে শাহরুখ এখন ডন ২ নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
রা ওয়ান-এর মতো ডন ২-এরও ত্রিমাত্রিক সংস্করণ মুক্তি পাচ্ছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষাতেও মুক্তি পাচ্ছে ডন ২। মিস ইউনিভার্স ২০০০ লারা দত্ত এবং মিস ওয়ার্ল্ড ২০০০ প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের অভিনয়জীবনের প্রথম ছবি আন্দাজ-এ একসঙ্গে অভিনয় করেছিলেন। তখন সবকিছু ছিল লারার অধীনে। সময় পাল্টেছে। ডন ২ ছবিতে আবার একসঙ্গে কাজ করেছেন দুজন; তবে প্রিয়াঙ্কা প্রধান চরিত্রে আর লারা বিশেষ চরিত্রে। পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় শাহরুখের বন্ধু অর্জুন রামপাল বাদ পড়েছেন ডন ২ থেকে। তাঁর পরিবর্তে এসেছেন কুনাল কাপুর। কারিনা কাপুর ছিলেন ডন-এর আইটেম গার্ল। শোনা গেছে, ডন ২তে অতিথি চরিত্রে কাজ করেছেন হূতিক রোশন। যদিও ফারহানরা চমক দেওয়ার নিয়তে ‘পুরোটাই গুজব’ আওড়াচ্ছেন। ঊষা উত্থুপ সচরাচর বলিউডি গান করেন না। সংগীত পরিচালক শঙ্কর-এহসান-লয় ঊষাকে দিয়ে ডন ২-এর গান করিয়েছেন। ‘ম্যায় হু ডন’ গানের জন্য নৃত্য পরিচালক বৈভবী কোনো নাচের মুদ্রা ব্যবহার করেননি। ডন চরিত্রকে দিয়ে অ্যাকশন সিকোয়েন্স করিয়েছেন। ডন ২ ইউনিটের আশাবাদ, এই গানের দৃশ্যায়ন কিছুদিন পর ট্রেন্ডে পরিণত হবে।
বলিউড ক্যারিয়ার শুরু করার আগেই শাহরুখ স্বপ্ন দেখতেন, একদিন তাঁর ছবির পোস্টারে সুন্দরী নায়িকা থাকবে আর তিনি বন্দুক হাতে নায়িকাকে জড়িয়ে দুর্ধর্ষ অভিব্যক্তি দেবেন। ডন ২ তার সেই স্বপ্ন পূরণ করেছে। নায়িকা হিসেবে পছন্দের প্রিয়াঙ্কাকেই পেয়েছেন শাহরুখ। ছবির শুটিং করতে গিয়ে প্রিয়াঙ্কার স্টান্টগার্ল ‘বিবি’ মারা গেছেন। সুইজারল্যান্ডে গাড়ির একটি অ্যাকশন দৃশ্য ধারণ করতে গিয়ে ছবির ব্যয়বহুল ক্যামেরাও ভেঙে চুরমার হয়েছে। মালয়েশিয়ার জেলে ৭০০ কয়েদির সঙ্গে শুটিং করতে গিয়ে শাহরুখ-প্রিয়াঙ্কা দুজনেই আহত হয়েছিলেন। দুর্ঘটনার পাশাপাশি সুখের ঘটনাও আছে বেশ। জার্মান সরকার ছবিতে জার্মানের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তিন মিলিয়ন ইউরো উপহার দিয়েছেন ফারহানকে। শাহরুখের অবশ্য প্রিয় দৃশ্য বার্লিনে ৩০০ ফুট উঁচু অট্টালিকা থেকে ঝাঁপ দেওয়ার দৃশ্যটি। ডন ২-এর জন্য শাহরুখ চুল বড় করেছেন, দাড়ি রেখেছেন, এমনকি কবজিতে ‘ডি’ উল্কি করিয়ে সেটাকে আবার কপিরাইট নিবন্ধন করেছেন। ছবির প্রচারণার জন্য তৈরি টি-শার্ট, ব্যাগ, ফাইল—সবকিছুতে এই উল্কি থাকছে। সুতরাং কেউ যাতে উল্কিটি নকল করতে না পারে, তার জন্যই কপিরাইট নিবন্ধন। ছবির ট্রেলার তৈরির সময়ও শাহরুখ নিজে ফারহানকে পরামর্শ দিয়েছেন ‘দ্য রিটার্ন অব দ্য কিং’ ট্যাগলাইন ব্যবহার করার জন্য। পরিচালক ফারহান বলেন, ‘ডন-এর কাহিনি তো ছিল আমার বাবা জাভেদ আখতারের। ডন ২-এর জন্য আর তাঁর কাছে যাইনি। ডন-এর দুজন কলেজপড়ুয়া ভক্ত অমিত-অমরীশ আমার অফিসে এসে ডন ২-এর আইডিয়া দিয়েছিল। তাদের সঙ্গে আমার আইডিয়ার সংযোগই ডন ২। প্রয়োজনে ডন ৩-ও করব। তবে শর্ত একটাই—ডন ২ হিট হতে হবে!’

 রুম্মান রশীদ খান
[ইন্ডিসিনে, গ্ল্যামশ্যাম, বলিউড লাইফ, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, স্টারডাস্ট, আইবিএন লাইভ, সান্তাবান্তা, রেডিফ ডট কম অবলম্বনে]

Thursday, October 20, 2011

রা ওয়ান জ্বরে বলিউড

  • ‘রা ওয়ান’ ছবিতে কারিনা কাপুর ও শাহরুখ খান

    ‘রা ওয়ান’ ছবিতে কারিনা কাপুর ও শাহরুখ খান


কাঁপছে বলিউড। কারণ একটাই—তিনি আসছেন। আদর করে তাঁকে অনেকে ডাকেন ‘বাদশাহ খান’ বলে। সেই বলিউড ‘বাদশাহ’ শাহরুখ এবারের দিওয়ালিতে আসছেন রা ওয়ান নিয়ে। প্রত্যাশার পারদ রীতিমতো উত্তপ্ত। সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল হিন্দি ছবি বলে কথা! বহুল আলোচিত তো বটেই, মহা বিতর্কিত ছবিও। অথচ ছবির নামটিও এত দিন ঠিকঠাক বলতে পারতেন না কেউই। রা ওয়ান মূলত ‘র‌্যান্ডম এক্সেস ভার্সন ওয়ান’-এর সংক্ষিপ্ত রূপ। কিন্তু লোকে ভাবতেন ‘রাবণ’! কারও মতে ‘রান’। কেউ আবার রা ডট ওয়ান বলতেই বেশি তৃপ্তি পেতেন। তবে কিং খান অনুরোধ করেছেন রা ওয়ান নামেই ছবিটিকে আপন করে নেওয়ার জন্য। ছবির খলনায়ক অর্জুন রামপাল নাম ভূমিকায় অভিনয় করলেও শাহরুখের ‘জি ওয়ান’ চরিত্রটিই প্রধান। এই জি-ওয়ান-ই বা আবার কী? রসিকতা করে কিং খানের জবাব, ‘জি মানে গৌরী (শাহরুখের স্ত্রী), আর ওয়ান মানে আমি। আমিই তো বলিউডের নাম্বার ওয়ান হিরো, তাই না?’ বিতর্কিত প্রশ্ন। তবে শাহরুখের তুমুল জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা মূর্খতারই শামিল হবে। এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্যই তুম বিন, দাস, ক্যাশ-এর পরিচালক অনুভব সিনহা ২০০৫ সালে শাহরুখের কাছে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। সুপার হিরো চরিত্রের প্রতি কিং খানের বরাবরই টানটা বেশি। তার ওপর হূতিক, অভিষেককে দেখে ছেলে আরইয়নের আবদার—বাবা, তোমাকে একবার হলেও সুপার হিরো হতে হবে! ব্যস, ছেলের আবদার মেটাতেই ১৫০ কোটি রুপি খরচ! কারও কারও মতে, এই অঙ্ক এখন ১৭৫ কোটিতে রুপিতে গিয়ে ঠেকেছে। ছবি মুক্তির তিন মাস আগেও যেখানে কোনো প্রযোজক প্রচারণা শুরু করার সাহস পান না, কিং খান সেখানে নয় মাস আগেই ছবির প্রথম প্রোমো মুক্তি দেন। আইপিএলে ধুন্ধুমার প্রচারণা শেষে পাঁচ মাসে ২৫টি শহরে নাচ-গান করে এসেছেন শাহরুখ। খান সাহেবের প্রচারণার বাহার দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, রা ওয়ান ছবি, নাকি শাহরুখের বিপণন এক্সিবিশন? জিজ্ঞাসুদেরই বা দোষ কী? ১৪৬টি দেশে রা ওয়ান-এর খেলনা, কাপড়সহ ৬৪টি পণ্য বিক্রি করছে শাহরুখের দল। প্লে স্টেশন ২ এবং ৩-এ রা ওয়ান-এর অত্যাধুনিক গেম উন্মোচন করেছেন। ম্যাকডোনাল্ডসে রা ওয়ান নামের নতুন এক খাবার চালু করেছেন। স্বাভাবিকভাবেই ও-রকম বেয়াড়া প্রশ্ন উঁকিঝুঁকি মারাটা স্বাভাবিক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক অ্যাকনকে দিয়ে হিন্দি গান ‘ছাম্মাক ছাল্লো’ গাইয়ে প্রযোজক শাহরুখ নতুন করে জানান দিয়েছেন, তাঁর পক্ষে সবই সম্ভব। থ্রি ইডিয়টস-এর ৩৫ কোটি রুপির রেকর্ড ভেঙে দিয়ে শাহরুখ স্টার ইন্ডিয়ার কাছে স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছেন ৪০ কোটি রুপিতে। স্টারের সব কটি চ্যানেলে একযোগে বিশাল কনসার্টের মাধ্যমে অডিও অ্যালবাম মুক্তি দিয়েছেন। সঞ্জয় দত্ত, প্রিয়াঙ্কা চোপড়াকেই শুধু নয়, অতিথি চরিত্রে কাজ করিয়েছেন রজনীকান্তের মতো মেগাস্টারকে। দক্ষিণের দর্শক ধরার জন্য রজনীকান্তের শহরে নতুন করে অডিও অ্যালবাম মুক্তি দিয়েছেন। দক্ষিণের মেগাস্টারের পর বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে দিয়ে ছবির ধারা বর্ণনা করিয়েছেন। ১২৫ দিনে ১৫০ মিনিট ব্যাপ্তির এই ছবির শুটিং শেষ করেও পোস্ট-প্রোডাকশনে ব্যয় করেছেন দেড় বছর। ২৫টি প্রথম সারির ব্র্যান্ডের সঙ্গে ৫২ কোটি রুপির স্পন্সর চুক্তিও সেরে ফেলেছেন শাহরুখ। শুধু মুম্বাইয়ে নয়, টরন্টো, দুবাই, লন্ডন শহরগুলোতেও আলাদা প্রিমিয়ার শো করবে রা ওয়ান দল। হিন্দি, তামিল, তেলেগু, জার্মান, চায়নিজ ভাষায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক রা ওয়ান মুক্তি পাবে সাড়ে তিন হাজার প্রিন্ট নিয়ে। শাহরুখকে ভালোবেসে যে ভক্ত বিশ্বের সবচেয়ে বড় চিঠি পাঠাবেন, শাহরুখ তাঁকে প্রিমিয়ার শোতেও আমন্ত্রণ জানাবেন এবং তাঁর চিঠিটি লিমকা বিশ্বরেকর্ডের কাছে পেশ করবেন।
এত রেকর্ডের আলোর পিছে রা ওয়ান-এর অমাবস্যার অন্ধকারও কম নয়। নয় মাস আগেই ছবির ওয়েবসাইট হ্যাক, ছাম্মাক ছাল্লো গানের ভিডিও-অডিও অবৈধভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া, ছবির আবহসংগীত যে কম্পিউটারে ছিল, সেই স্টুডিওতে বর্ষার পানি ঢুকে পড়া—সব মিলিয়ে রা ওয়ান ছিল শাহরুখের কাছে মাউন্ট এভারেস্টে ওঠার সমতুল্য অভিজ্ঞতা। ছবির নায়িকা কারিনা কাপুর এর আগে কিং খানের বিপরীতে সাফল্য না পেলেও এবার তিনি শতভাগ আশাবাদী, থ্রি ইডিয়টস, গোলমাল ৩, বডিগার্ড-এর পর আরেকটি ১০০ কোটি রুপি ঝুলিতে ভরবেন। যদিও আমির খানের শুটিংয়ে সময় দেওয়ার জন্য শাহরুখ খানকে প্রচারণায় ঠিকঠাক সময় দিতে পারছেন না কারিনা। নিন্দুকেরা অবশ্য বসে নেই। তাদের যুক্তি, লেবু বেশি কচলালে তিতা হয়ে যায়। রা ওয়ান নিয়ে মাতামাতি না করে কারিনা ঠিকই করেছেন। শাহরুখই রা ওয়ান ব্যর্থ হলে পথে বসবেন। তবে তথ্য, প্রমাণ, যুক্তি এক করে এসব যুক্তি হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন শাহরুখভক্তরা। কারণ, শাহরুখ এখন শুধু সুপারস্টার হিরোই নন, সুপার বিজনেসম্যানও।

 রুম্মান রশীদ খান
সূত্র: বলিউড হাঙ্গামা, মুম্বাই আগ, আই ইন্ডিয়া, রেডিফ, স্ক্রিন, ফিল্মফেয়ার, স্টারডাস্ট, সিনেব্লিজ, ফিল্মিক্যাফে, সান্তাবান্তা, গ্ল্যামশ্যাম, কোইমোই, মসলা বলিউড, বলি স্পাইস, পাকিস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, আইএমডিবি, আপুন কা চয়েস, স্প্ল্যাশ ইন্ডিয়া, রা ওয়ান ডট কম

Friday, September 23, 2011

ফেসবুকে থাকবে পুরো জীবনের কাহিনি!

আরও সহজে পরিচালনা করা যাবে—এমন প্রতিশ্রুতি নিয়েই নতুন একটা চেহারা হাজির করেছিল সামাজিক নেটওয়ার্কিং ওয়েবসাইট ফেসবুক। ইন্টারনেট জায়ান্ট গুগলের নতুন নেটওয়ার্কিং সাইট গুগল প্লাসের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতেই ফেসবুকের এই নতুন চেহারা দাঁড় করানো হয়েছে বলে অনুমান করেছিলেন অনেকে। তবে ফেসবুকের এই নতুন চেহারা, আরও বড় একটা পরিকল্পনার অংশ মাত্র। নতুন চেহারার ফেসবুকে এখন প্রতিটি ব্যবহারকারীর পূর্ণাঙ্গ জীবনকাহিনি লিপিবদ্ধ করার ব্যবস্থা করেছে সাইটটি। গতকাল সান ফ্রান্সিসকোতে ফেসবুকের বার্ষিক কনফারেনসে ‘টাইমলাইন’ নামের এই নতুন ফিচারটি যোগ করার ঘোষণা দিয়েছেন সাইটটির প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ।
ব্যবহারকারীর পূর্ণাঙ্গ দিনলিপি ফেসবুকে সংরক্ষণ করার উদ্দেশ্যেই এই ‘টাইমলাইন’ ফিচারটি গড়ে তোলা হয়েছে। এখানে ফেসবুক ব্যবহারকারীরা তাঁদের সারা জীবনের প্রতিটি ঘটনাই দিন-মাস-বছর ধরে লিপিবদ্ধ করতে পারবেন। শুধু বর্তমান সময় থেকেই নয়, ব্যবহারকারীরা যুক্ত করতে পারবেন তাঁদের শৈশব, কৈশোরের দিনগুলোর কথাও। বলা ভালো, জন্মের পরমুহূর্ত থেকেই। তাঁরা অন্তর্ভুক্ত করতে পারবেন নির্দিষ্ট বছরে বা সময়ে তাঁদের জীবনের স্মরণীয় মুহূর্তের ছবি, ভিডিও। পরবর্তী সময়ে কোনো তথ্য মুছে ফেলা বা বাড়তি তথ্য সংযোজনের সুযোগও থাকবে এই ফেসবুক টাইমলাইনে। জুকারবার্গের ভাষায়, ‘একটা ওয়েবপেজের মাধ্যমেই আপনি বলতে পারবেন আপনার পুরো জীবনের কাহিনি।’
— টেলিগ্রাফ

Thursday, September 15, 2011

 বলিউড খান সাম্রাজ্যে কারিনা

1 2 3 4 5 6

জুহি চাওলা পারেননি কখনো সালমান খানের বিপরীতে অভিনয় করতে। ’৯৭-এ ইশক ছবিতে কাজ করতে গিয়ে আমির খানের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন জুহি। ঐশ্বরিয়া রাই বচ্চনও শাহরুখ-সালমান-আমির—তিন খানের সঙ্গে বিভিন্ন সময়ে জড়িয়েছেন দ্বন্দ্বে। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, কঙ্গনা রনৌত, অসিন, আনুশকা শর্মা—এ সময়ের কোনো নায়িকার ফিল্মোগ্রাফিতে একই সঙ্গে তিন খানের বিপরীতে কাজ করার সৌভাগ্য জোটেনি। অথচ কারিনা কাপুর? শুধু তিন খানই নয়, তাঁর ঝুলিতে আছে পাঁচ খানের বিপরীতে পাঁচটি ছবি। পাঁচ খানের সঙ্গে অভিনয় চালিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়। কারিনা কাপুর বলেই পেরেছেন। এত দিন অবশ্য সালমান, সাইফ, শাহরুখ—কোনো খানের সঙ্গেই তাঁর ছবি বক্স অফিস আমলে নেয়নি। ফ্লপ হয়েছিল তাঁর কিউ কি, ম্যায় ঔর মিসেস খান্না, এলওসি কারগিল, তাশান, কুরবান, অশোকা ছবিগুলো। তবে সম্প্রতি কারিনার সৌভাগ্যের চাকা ঘুরে দাঁড়িয়েছে। সালমানের বিপরীতে কারিনার ছবি বডিগার্ড মাত্র ১৩ দিনে ১২৯ কোটি তিন লাখ রুপি আয় করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে। সফল হয়েছে সালমান-কারিনা জুটি। তবে কারিনার তুরুপের তাস বডিগার্ড নয়, আসছে দিওয়ালিতে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বিপরীতে রা ডট ওয়ান। হিন্দি ছবির এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি থ্রি ইডিয়টস, দাবাং, বডিগার্ড-এর রেকর্ড চুরমার করে দেবে—এমন আশাবাদ শাহরুখ-ভক্তদের। কোনো কারণে এ ছবিটি ব্যর্থ হলেও চিন্তা নেই। জানুয়ারিতে আমির খানের সঙ্গে আবারও পর্দায় হাজির হচ্ছেন কারিনা; রীমা কাগতির ছবি ধোঁয়া নিয়ে। সাইফ আলী খান প্রোডাকশনের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন-থ্রিলার ছবি এজেন্ট বিনোদ এবং করন জোহর প্রোডাকশনের এক ম্যায় ঔর এক তু (ইমরান খান) তো আছেই। ১১ বছরের অভিনয় ক্যারিয়ারে এতটা সুসময়ের দেখা কারিনা পাননি কখনো। তবে সুখের পেছনে যেমন দুঃখ থাকে, কারিনার সাফল্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। থ্রি ইডিয়টস, গোলমাল-৩, বডিগার্ড—কারিনা এই তিন ছবির কল্যাণে শত কোটি রুপি ব্যবসা করা ছবির নায়িকা হিসেবে ইতিহাস গড়েছেন ঠিক, তবে প্রশ্ন উঠেছে এই তিন ছবির একটিও কি কারিনাকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে? থ্রি ইডিয়টস-এ আমির-রাজকুমার হিরানি জুটি, গোলমাল ছবিতে গোলমাল ব্র্যান্ড, সঙ্গে অজয়-তুষার, সর্বশেষ বডিগার্ড-এ সালমান খান ছবির সাফল্যের মূল হর্তাকর্তা। নিন্দুকদের দাবি, কারিনার চরিত্রে যেকোনো নায়িকা অভিনয় করলেই সফল হতেন। এ কথা শুনলে সদা অস্থির নায়িকা বরাবরের মতো তেলে-বেগুনে জ্বলবেন, এটাই তো স্বাভাবিক। কারিনার যুক্তি, ‘অন্য নায়িকারা যেখানে পাঁচ মিনিট ছবিতে অভিনয় করেই ব্লকবাস্টার ছবির নায়িকার কৃতিত্ব পান, আমি সেখানে ছবির একমাত্র নায়িকা হয়েও কেন পাব না? যত্তোসব ভণ্ডর দল।’ ‘ভণ্ডামি’ শব্দটা কারিনা ইদানীং প্রায়ই ব্যবহার করছেন। যেমন: সাইফ আলী খান তাঁর প্রযোজিত পরবর্তী ছবি ককটেল-এ আবারও দীপিকা পাড়ুকোনকে নায়িকা করেছেন। লাভ আজকাল, আরাকষাণ, ককটেল-এর পর রেস টু ছবিতেও কারিনাকে বাদ দিয়ে সাইফের বিপরীতে নেওয়া হয়েছে দীপিকাকে। ঘটনা কী? জানতে চাইলে পুনরায় তেল ও বেগুনে জ্বলে উঠে বলেন, ‘আমি যখন অক্ষয় কুমারের বিপরীতে আটটি ছবি করি, তখন তো কথা হয় না। সাইফ দীপিকার সঙ্গে কাজ করলে সবাই এমন হট্টগোল শুরু করে দেয় কেন! যত্তোসব ভণ্ডের দল!’ অক্ষয়ের বিপরীতে মিলন লুথারিয়ার ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই-২ এবং অর্জুন রামপালের বিপরীতে মধুর ভান্ডারকরের হিরোইন ছবিতেও কাজ করবেন কারিনা। যদিও কারিনা এখন পর্যন্ত হিরোইন সই করেননি। তবে প্রচারমাধ্যমের হিরোইন নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি দেখে ত্যক্তবিরক্ত তিনি। কারিনার দাবি, ‘ছবির লভ্যাংশ চাই, আট কোটি রুপি দাবি করেছি ইত্যাদি ভিত্তিহীন গুজব ছড়িয়ে ছবির বিক্রিবাট্টাই বাড়ছে। তবে এসব খবরের কোনোটিই সত্য নয়।’ ফেব্রুয়ারিতে বিয়ে করছেন—খবরটিও ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়ে কারিনা বলেন, ২০১৩ সালের আগে বিয়ের কথা চিন্তা করারও সময় নেই।
পাঁচ খানের মধ্যে কার বিপরীতে কাজ করে সবচেয়ে ভালো লেগেছে? এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তা-ও কারিনা তাঁর স্টাইলে উত্তর দিলেন, ‘এ কথা সবাই জানেন, শাহরুখ বরাবরই আমার হিরো। তবে আমির খানের সঙ্গে কাজ না করলে জীবনে আফসোস থেকে যেত। সাইফ এঁদের মধ্যে সবচেয়ে সুদর্শন, আমার জীবনের হিরো। সালমানকে বলিউডের “গড” মানতেও দ্বিধা করি না। তাঁর জনপ্রিয়তার সিকিভাগও আমার নেই—স্বীকার করতেও সংকোচ করি না। আর এ সময়ের নায়কদের মধ্যে ইমরান আমার বিপরীতে সবচেয়ে বেশি মানিয়ে গেছে। রণবীরের বিপরীতে তো কখনো কাজ করতে পারব না, তবে ইমরান সেই আফসোস মিটিয়ে দিয়েছে।’

রুম্মান রশীদ খান
[বলিউড হাঙ্গামা, আইএমডিবি, ফিল্মফেয়ার, সিনেব্লিৎ স, স্ক্রিন, টাইমস অব ইন্ডিয়া ডট কম, গ্ল্যামশ্যাম, রেডিফ অবলম্বনে]

 জোকোভিচের আয়ের রেকর্ড

এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের সবচেয়ে উঁচু দালানগুলোর একটি। সদ্য জেতা ইউএস ওপেন ট্রফি নিয়ে পরশ�

এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের সবচেয়ে উঁচু দালানগুলোর একটি। সদ্য জেতা ইউএস ওপেন ট্রফি নিয়ে পরশু সেটারই ছাদে উঠে নোভাক জোকোভিচ যেন জানিয়ে দিলেন, ‘দ্যাখো, এই এত উচ্চতায় এখন আমার অবস্থান!’

এএফপি

টেনিস কোর্টে গড়ছেন রেকর্ডের পর জয়ের রেকর্ড। এটাই নোভাক জোকোভিচকে এনে দিয়েছে আরেকটি রেকর্ড। বছর শেষ হতে এখনো বাকি সাড়ে তিন মাস। আর এর মধ্যেই টেনিস ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি আয়ের (প্রাইজমানি) রেকর্ডটাও নিজের করে নিয়েছেন সার্বিয়ান তারকা।
২০১১ সালে জোকোভিচের আয় ১ কোটি ৬ লাখ ৯ হাজার ৩১৮ ডলার। এটা তাঁর ক্যারিয়ারের মোট আয়ের এক তৃতীয়াংশ। ১২টি টুর্নামেন্ট থেকে এই আয় তাঁর। এই ১২ টুর্নামেন্টের দশটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। এক ইউএস ওপেন থেকেই ২৩ লাখ ডলার প্রাইজমানি পেয়ে তিনি ভেঙেছেন রাফায়েল নাদালের রেকর্ড।
গত বছর ১৭টি টুর্নামেন্ট থেকে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৯৯৮ ডলার আয় করেছিলেন নাদাল। এ ছাড়া আর একজনই বছরে ১ কোটি ডলারের বেশি আয় করেছেন। ২০০৭ সালে ১৬টি টুর্নামেন্ট খেলে রজার ফেদেরারের আয় ছিল ১ কোটি ১ লাখ ৩০ হাজার ৬২ ডলার।
ওয়েবসাইট।

Sunday, September 11, 2011

ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে

ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে
ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে প্রকাশ করা যায়। এজন্য প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। এরপর নিচের স্ট্যাটাসবার থেকে notes-যান।এখন ডানপাশের Notes Settings/Import a blog-এ ক্লিক করে Import-এ যান। এখন Web URL বক্সে আপনার ব্লগের ঠিকানা লিখুন। এরপর Start Importing/Confirm Import বাটনে ক্লিক করুন। পরবর্তীতে ঐ ব্লগে কোন লেখা প্রকাশ করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে চলে আসবে।

খালেদ মাহমুদ খান

kazi-music