CRICKET LIVE STREAMING

Thursday, October 20, 2011

রা ওয়ান জ্বরে বলিউড

  • ‘রা ওয়ান’ ছবিতে কারিনা কাপুর ও শাহরুখ খান

    ‘রা ওয়ান’ ছবিতে কারিনা কাপুর ও শাহরুখ খান


কাঁপছে বলিউড। কারণ একটাই—তিনি আসছেন। আদর করে তাঁকে অনেকে ডাকেন ‘বাদশাহ খান’ বলে। সেই বলিউড ‘বাদশাহ’ শাহরুখ এবারের দিওয়ালিতে আসছেন রা ওয়ান নিয়ে। প্রত্যাশার পারদ রীতিমতো উত্তপ্ত। সর্বকালের সবচেয়ে ব্যয়বহুল হিন্দি ছবি বলে কথা! বহুল আলোচিত তো বটেই, মহা বিতর্কিত ছবিও। অথচ ছবির নামটিও এত দিন ঠিকঠাক বলতে পারতেন না কেউই। রা ওয়ান মূলত ‘র‌্যান্ডম এক্সেস ভার্সন ওয়ান’-এর সংক্ষিপ্ত রূপ। কিন্তু লোকে ভাবতেন ‘রাবণ’! কারও মতে ‘রান’। কেউ আবার রা ডট ওয়ান বলতেই বেশি তৃপ্তি পেতেন। তবে কিং খান অনুরোধ করেছেন রা ওয়ান নামেই ছবিটিকে আপন করে নেওয়ার জন্য। ছবির খলনায়ক অর্জুন রামপাল নাম ভূমিকায় অভিনয় করলেও শাহরুখের ‘জি ওয়ান’ চরিত্রটিই প্রধান। এই জি-ওয়ান-ই বা আবার কী? রসিকতা করে কিং খানের জবাব, ‘জি মানে গৌরী (শাহরুখের স্ত্রী), আর ওয়ান মানে আমি। আমিই তো বলিউডের নাম্বার ওয়ান হিরো, তাই না?’ বিতর্কিত প্রশ্ন। তবে শাহরুখের তুমুল জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলা মূর্খতারই শামিল হবে। এই জনপ্রিয়তাকে কাজে লাগানোর জন্যই তুম বিন, দাস, ক্যাশ-এর পরিচালক অনুভব সিনহা ২০০৫ সালে শাহরুখের কাছে ছবির প্রস্তাব নিয়ে গিয়েছিলেন। সুপার হিরো চরিত্রের প্রতি কিং খানের বরাবরই টানটা বেশি। তার ওপর হূতিক, অভিষেককে দেখে ছেলে আরইয়নের আবদার—বাবা, তোমাকে একবার হলেও সুপার হিরো হতে হবে! ব্যস, ছেলের আবদার মেটাতেই ১৫০ কোটি রুপি খরচ! কারও কারও মতে, এই অঙ্ক এখন ১৭৫ কোটিতে রুপিতে গিয়ে ঠেকেছে। ছবি মুক্তির তিন মাস আগেও যেখানে কোনো প্রযোজক প্রচারণা শুরু করার সাহস পান না, কিং খান সেখানে নয় মাস আগেই ছবির প্রথম প্রোমো মুক্তি দেন। আইপিএলে ধুন্ধুমার প্রচারণা শেষে পাঁচ মাসে ২৫টি শহরে নাচ-গান করে এসেছেন শাহরুখ। খান সাহেবের প্রচারণার বাহার দেখে অনেকে প্রশ্ন তুলেছেন, রা ওয়ান ছবি, নাকি শাহরুখের বিপণন এক্সিবিশন? জিজ্ঞাসুদেরই বা দোষ কী? ১৪৬টি দেশে রা ওয়ান-এর খেলনা, কাপড়সহ ৬৪টি পণ্য বিক্রি করছে শাহরুখের দল। প্লে স্টেশন ২ এবং ৩-এ রা ওয়ান-এর অত্যাধুনিক গেম উন্মোচন করেছেন। ম্যাকডোনাল্ডসে রা ওয়ান নামের নতুন এক খাবার চালু করেছেন। স্বাভাবিকভাবেই ও-রকম বেয়াড়া প্রশ্ন উঁকিঝুঁকি মারাটা স্বাভাবিক। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক অ্যাকনকে দিয়ে হিন্দি গান ‘ছাম্মাক ছাল্লো’ গাইয়ে প্রযোজক শাহরুখ নতুন করে জানান দিয়েছেন, তাঁর পক্ষে সবই সম্ভব। থ্রি ইডিয়টস-এর ৩৫ কোটি রুপির রেকর্ড ভেঙে দিয়ে শাহরুখ স্টার ইন্ডিয়ার কাছে স্যাটেলাইট স্বত্ব বিক্রি করেছেন ৪০ কোটি রুপিতে। স্টারের সব কটি চ্যানেলে একযোগে বিশাল কনসার্টের মাধ্যমে অডিও অ্যালবাম মুক্তি দিয়েছেন। সঞ্জয় দত্ত, প্রিয়াঙ্কা চোপড়াকেই শুধু নয়, অতিথি চরিত্রে কাজ করিয়েছেন রজনীকান্তের মতো মেগাস্টারকে। দক্ষিণের দর্শক ধরার জন্য রজনীকান্তের শহরে নতুন করে অডিও অ্যালবাম মুক্তি দিয়েছেন। দক্ষিণের মেগাস্টারের পর বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চনকে দিয়ে ছবির ধারা বর্ণনা করিয়েছেন। ১২৫ দিনে ১৫০ মিনিট ব্যাপ্তির এই ছবির শুটিং শেষ করেও পোস্ট-প্রোডাকশনে ব্যয় করেছেন দেড় বছর। ২৫টি প্রথম সারির ব্র্যান্ডের সঙ্গে ৫২ কোটি রুপির স্পন্সর চুক্তিও সেরে ফেলেছেন শাহরুখ। শুধু মুম্বাইয়ে নয়, টরন্টো, দুবাই, লন্ডন শহরগুলোতেও আলাদা প্রিমিয়ার শো করবে রা ওয়ান দল। হিন্দি, তামিল, তেলেগু, জার্মান, চায়নিজ ভাষায় দ্বিমাত্রিক ও ত্রিমাত্রিক রা ওয়ান মুক্তি পাবে সাড়ে তিন হাজার প্রিন্ট নিয়ে। শাহরুখকে ভালোবেসে যে ভক্ত বিশ্বের সবচেয়ে বড় চিঠি পাঠাবেন, শাহরুখ তাঁকে প্রিমিয়ার শোতেও আমন্ত্রণ জানাবেন এবং তাঁর চিঠিটি লিমকা বিশ্বরেকর্ডের কাছে পেশ করবেন।
এত রেকর্ডের আলোর পিছে রা ওয়ান-এর অমাবস্যার অন্ধকারও কম নয়। নয় মাস আগেই ছবির ওয়েবসাইট হ্যাক, ছাম্মাক ছাল্লো গানের ভিডিও-অডিও অবৈধভাবে ইন্টারনেটে ছড়িয়ে পড়া, ছবির আবহসংগীত যে কম্পিউটারে ছিল, সেই স্টুডিওতে বর্ষার পানি ঢুকে পড়া—সব মিলিয়ে রা ওয়ান ছিল শাহরুখের কাছে মাউন্ট এভারেস্টে ওঠার সমতুল্য অভিজ্ঞতা। ছবির নায়িকা কারিনা কাপুর এর আগে কিং খানের বিপরীতে সাফল্য না পেলেও এবার তিনি শতভাগ আশাবাদী, থ্রি ইডিয়টস, গোলমাল ৩, বডিগার্ড-এর পর আরেকটি ১০০ কোটি রুপি ঝুলিতে ভরবেন। যদিও আমির খানের শুটিংয়ে সময় দেওয়ার জন্য শাহরুখ খানকে প্রচারণায় ঠিকঠাক সময় দিতে পারছেন না কারিনা। নিন্দুকেরা অবশ্য বসে নেই। তাদের যুক্তি, লেবু বেশি কচলালে তিতা হয়ে যায়। রা ওয়ান নিয়ে মাতামাতি না করে কারিনা ঠিকই করেছেন। শাহরুখই রা ওয়ান ব্যর্থ হলে পথে বসবেন। তবে তথ্য, প্রমাণ, যুক্তি এক করে এসব যুক্তি হাওয়ায় উড়িয়ে দিচ্ছেন শাহরুখভক্তরা। কারণ, শাহরুখ এখন শুধু সুপারস্টার হিরোই নন, সুপার বিজনেসম্যানও।

 রুম্মান রশীদ খান
সূত্র: বলিউড হাঙ্গামা, মুম্বাই আগ, আই ইন্ডিয়া, রেডিফ, স্ক্রিন, ফিল্মফেয়ার, স্টারডাস্ট, সিনেব্লিজ, ফিল্মিক্যাফে, সান্তাবান্তা, গ্ল্যামশ্যাম, কোইমোই, মসলা বলিউড, বলি স্পাইস, পাকিস্তান টাইমস, টাইমস অব ইন্ডিয়া, হিন্দুস্তান টাইমস, আইএমডিবি, আপুন কা চয়েস, স্প্ল্যাশ ইন্ডিয়া, রা ওয়ান ডট কম

No comments:

Post a Comment

kazi-music