CRICKET LIVE STREAMING

Wednesday, December 14, 2011

 ডন ২ শাহরুখের নতুন বাজি

শাহরুখ খান

শাহরুখ খান

‘ডন কো পাকাড়না মুশকিল হি নেহি, না মুমকিন হ্যায়’—এই জনপ্রিয় সংলাপ নিয়ে আবার আসছেন শাহরুখ খান, সঙ্গে পরিচালক ফারহান আখতার। পাঁচ বছর আগে যখন অমিতাভ বচ্চনের ডন (১৯৭৮)-এর রিমেক নিয়ে ফারহানের দল পর্দায় এসেছিলেন, তখন অনেকেই সন্দেহ করেছিলেন, শাহরুখের ডন কি অমিতাভের ডনকে ছাপিয়ে যেতে পারবে? দুটি ছবিই সুপারহিট। তাই কে কাকে ছাপিয়ে গেছেন, এই প্রশ্ন অবান্তর। তবে এবার শাহরুখকে প্রতিদ্বন্দ্বিতা করতে হবে নিজের সঙ্গেই। প্রথমবারের মতো শাহরুখ নিজের কোনো ছবির সিকুয়্যালে অভিনয় করলেন। নায়িকা প্রিয়াঙ্কা চোপড়াও তাই। এমনকি দিল চাহতা হ্যায়, লক্ষ্য, ডন-এর পরিচালক ফারহানেরও সিকুয়্যাল অভিষেক হতে যাচ্ছে আসছে ২৩ ডিসেম্বর। ডন ২-এর গায়ে হিট ছবির তকমা লাগাটা এখন সময়ের ব্যাপার মাত্র। শাহরুখ খান নিজেই বড় একটা কারণ; তার ওপর রক অন, লাক বাই চান্স, কার্তিক কলিং কার্তিক, জিন্দেগি না মিলেগি দোবারাতে অভিনয়ের পর ফারহান আখতারের পরিচালনায় ফেরা, শাহরুখ-প্রিয়াঙ্কার প্রেমের গুঞ্জন, বড়দিনের সপ্তাহে ছবি মুক্তি—সব মিলিয়ে সবকিছুই আছে ডন ২-এর পক্ষে। তবে শাহরুখের টেনশন, ডন ২ যেন আরও একটি রা ওয়ান না হয়ে যায়। প্রায় ১৫০ কোটি রুপির ছবি রা ওয়ান সব মিলিয়ে ২০০ কোটি রুপি আয় করলেও ঐতিহাসিক হিট ছবির তকমা পায়নি। দর্শক-প্রতিক্রিয়া তো একেবারে মিশ্র। তার পরও যতক্ষণ শ্বাস, ততক্ষণ আশ! সবকিছু শিকেয় তুলে শাহরুখ এখন ডন ২ নিয়ে নির্ঘুম রাত কাটাচ্ছেন।
রা ওয়ান-এর মতো ডন ২-এরও ত্রিমাত্রিক সংস্করণ মুক্তি পাচ্ছে। হিন্দির পাশাপাশি তামিল, তেলেগু ভাষাতেও মুক্তি পাচ্ছে ডন ২। মিস ইউনিভার্স ২০০০ লারা দত্ত এবং মিস ওয়ার্ল্ড ২০০০ প্রিয়াঙ্কা চোপড়া তাঁদের অভিনয়জীবনের প্রথম ছবি আন্দাজ-এ একসঙ্গে অভিনয় করেছিলেন। তখন সবকিছু ছিল লারার অধীনে। সময় পাল্টেছে। ডন ২ ছবিতে আবার একসঙ্গে কাজ করেছেন দুজন; তবে প্রিয়াঙ্কা প্রধান চরিত্রে আর লারা বিশেষ চরিত্রে। পারিশ্রমিক নিয়ে বনিবনা না হওয়ায় শাহরুখের বন্ধু অর্জুন রামপাল বাদ পড়েছেন ডন ২ থেকে। তাঁর পরিবর্তে এসেছেন কুনাল কাপুর। কারিনা কাপুর ছিলেন ডন-এর আইটেম গার্ল। শোনা গেছে, ডন ২তে অতিথি চরিত্রে কাজ করেছেন হূতিক রোশন। যদিও ফারহানরা চমক দেওয়ার নিয়তে ‘পুরোটাই গুজব’ আওড়াচ্ছেন। ঊষা উত্থুপ সচরাচর বলিউডি গান করেন না। সংগীত পরিচালক শঙ্কর-এহসান-লয় ঊষাকে দিয়ে ডন ২-এর গান করিয়েছেন। ‘ম্যায় হু ডন’ গানের জন্য নৃত্য পরিচালক বৈভবী কোনো নাচের মুদ্রা ব্যবহার করেননি। ডন চরিত্রকে দিয়ে অ্যাকশন সিকোয়েন্স করিয়েছেন। ডন ২ ইউনিটের আশাবাদ, এই গানের দৃশ্যায়ন কিছুদিন পর ট্রেন্ডে পরিণত হবে।
বলিউড ক্যারিয়ার শুরু করার আগেই শাহরুখ স্বপ্ন দেখতেন, একদিন তাঁর ছবির পোস্টারে সুন্দরী নায়িকা থাকবে আর তিনি বন্দুক হাতে নায়িকাকে জড়িয়ে দুর্ধর্ষ অভিব্যক্তি দেবেন। ডন ২ তার সেই স্বপ্ন পূরণ করেছে। নায়িকা হিসেবে পছন্দের প্রিয়াঙ্কাকেই পেয়েছেন শাহরুখ। ছবির শুটিং করতে গিয়ে প্রিয়াঙ্কার স্টান্টগার্ল ‘বিবি’ মারা গেছেন। সুইজারল্যান্ডে গাড়ির একটি অ্যাকশন দৃশ্য ধারণ করতে গিয়ে ছবির ব্যয়বহুল ক্যামেরাও ভেঙে চুরমার হয়েছে। মালয়েশিয়ার জেলে ৭০০ কয়েদির সঙ্গে শুটিং করতে গিয়ে শাহরুখ-প্রিয়াঙ্কা দুজনেই আহত হয়েছিলেন। দুর্ঘটনার পাশাপাশি সুখের ঘটনাও আছে বেশ। জার্মান সরকার ছবিতে জার্মানের সৌন্দর্য ফুটিয়ে তোলার জন্য তিন মিলিয়ন ইউরো উপহার দিয়েছেন ফারহানকে। শাহরুখের অবশ্য প্রিয় দৃশ্য বার্লিনে ৩০০ ফুট উঁচু অট্টালিকা থেকে ঝাঁপ দেওয়ার দৃশ্যটি। ডন ২-এর জন্য শাহরুখ চুল বড় করেছেন, দাড়ি রেখেছেন, এমনকি কবজিতে ‘ডি’ উল্কি করিয়ে সেটাকে আবার কপিরাইট নিবন্ধন করেছেন। ছবির প্রচারণার জন্য তৈরি টি-শার্ট, ব্যাগ, ফাইল—সবকিছুতে এই উল্কি থাকছে। সুতরাং কেউ যাতে উল্কিটি নকল করতে না পারে, তার জন্যই কপিরাইট নিবন্ধন। ছবির ট্রেলার তৈরির সময়ও শাহরুখ নিজে ফারহানকে পরামর্শ দিয়েছেন ‘দ্য রিটার্ন অব দ্য কিং’ ট্যাগলাইন ব্যবহার করার জন্য। পরিচালক ফারহান বলেন, ‘ডন-এর কাহিনি তো ছিল আমার বাবা জাভেদ আখতারের। ডন ২-এর জন্য আর তাঁর কাছে যাইনি। ডন-এর দুজন কলেজপড়ুয়া ভক্ত অমিত-অমরীশ আমার অফিসে এসে ডন ২-এর আইডিয়া দিয়েছিল। তাদের সঙ্গে আমার আইডিয়ার সংযোগই ডন ২। প্রয়োজনে ডন ৩-ও করব। তবে শর্ত একটাই—ডন ২ হিট হতে হবে!’

 রুম্মান রশীদ খান
[ইন্ডিসিনে, গ্ল্যামশ্যাম, বলিউড লাইফ, বলিউড হাঙ্গামা, ফিল্মফেয়ার, স্টারডাস্ট, আইবিএন লাইভ, সান্তাবান্তা, রেডিফ ডট কম অবলম্বনে]

No comments:

Post a Comment

kazi-music