জুহি চাওলা পারেননি কখনো সালমান খানের বিপরীতে অভিনয় করতে। ’৯৭-এ ইশক ছবিতে কাজ করতে গিয়ে আমির খানের সঙ্গে বাগিবতণ্ডায় জড়িয়ে পড়েন জুহি। ঐশ্বরিয়া রাই বচ্চনও শাহরুখ-সালমান-আমির—তিন খানের সঙ্গে বিভিন্ন সময়ে জড়িয়েছেন দ্বন্দ্বে। ক্যাটরিনা কাইফ, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালান, দীপিকা পাড়ুকোন, সোনম কাপুর, কঙ্গনা রনৌত, অসিন, আনুশকা শর্মা—এ সময়ের কোনো নায়িকার ফিল্মোগ্রাফিতে একই সঙ্গে তিন খানের বিপরীতে কাজ করার সৌভাগ্য জোটেনি। অথচ কারিনা কাপুর? শুধু তিন খানই নয়, তাঁর ঝুলিতে আছে পাঁচ খানের বিপরীতে পাঁচটি ছবি। পাঁচ খানের সঙ্গে অভিনয় চালিয়ে যাওয়া চাট্টিখানি কথা নয়। কারিনা কাপুর বলেই পেরেছেন। এত দিন অবশ্য সালমান, সাইফ, শাহরুখ—কোনো খানের সঙ্গেই তাঁর ছবি বক্স অফিস আমলে নেয়নি। ফ্লপ হয়েছিল তাঁর কিউ কি, ম্যায় ঔর মিসেস খান্না, এলওসি কারগিল, তাশান, কুরবান, অশোকা ছবিগুলো। তবে সম্প্রতি কারিনার সৌভাগ্যের চাকা ঘুরে দাঁড়িয়েছে। সালমানের বিপরীতে কারিনার ছবি বডিগার্ড মাত্র ১৩ দিনে ১২৯ কোটি তিন লাখ রুপি আয় করে রেকর্ডের খাতায় নাম লিখিয়েছে। সফল হয়েছে সালমান-কারিনা জুটি। তবে কারিনার তুরুপের তাস বডিগার্ড নয়, আসছে দিওয়ালিতে মুক্তি পাচ্ছে শাহরুখ খানের বিপরীতে রা ডট ওয়ান। হিন্দি ছবির এখন পর্যন্ত সবচেয়ে ব্যয়বহুল ছবি থ্রি ইডিয়টস, দাবাং, বডিগার্ড-এর রেকর্ড চুরমার করে দেবে—এমন আশাবাদ শাহরুখ-ভক্তদের। কোনো কারণে এ ছবিটি ব্যর্থ হলেও চিন্তা নেই। জানুয়ারিতে আমির খানের সঙ্গে আবারও পর্দায় হাজির হচ্ছেন কারিনা; রীমা কাগতির ছবি ধোঁয়া নিয়ে। সাইফ আলী খান প্রোডাকশনের সবচেয়ে ব্যয়বহুল অ্যাকশন-থ্রিলার ছবি এজেন্ট বিনোদ এবং করন জোহর প্রোডাকশনের এক ম্যায় ঔর এক তু (ইমরান খান) তো আছেই। ১১ বছরের অভিনয় ক্যারিয়ারে এতটা সুসময়ের দেখা কারিনা পাননি কখনো। তবে সুখের পেছনে যেমন দুঃখ থাকে, কারিনার সাফল্য নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। থ্রি ইডিয়টস, গোলমাল-৩, বডিগার্ড—কারিনা এই তিন ছবির কল্যাণে শত কোটি রুপি ব্যবসা করা ছবির নায়িকা হিসেবে ইতিহাস গড়েছেন ঠিক, তবে প্রশ্ন উঠেছে এই তিন ছবির একটিও কি কারিনাকে ঘিরে কাহিনি আবর্তিত হয়েছে? থ্রি ইডিয়টস-এ আমির-রাজকুমার হিরানি জুটি, গোলমাল ছবিতে গোলমাল ব্র্যান্ড, সঙ্গে অজয়-তুষার, সর্বশেষ বডিগার্ড-এ সালমান খান ছবির সাফল্যের মূল হর্তাকর্তা। নিন্দুকদের দাবি, কারিনার চরিত্রে যেকোনো নায়িকা অভিনয় করলেই সফল হতেন। এ কথা শুনলে সদা অস্থির নায়িকা বরাবরের মতো তেলে-বেগুনে জ্বলবেন, এটাই তো স্বাভাবিক। কারিনার যুক্তি, ‘অন্য নায়িকারা যেখানে পাঁচ মিনিট ছবিতে অভিনয় করেই ব্লকবাস্টার ছবির নায়িকার কৃতিত্ব পান, আমি সেখানে ছবির একমাত্র নায়িকা হয়েও কেন পাব না? যত্তোসব ভণ্ডর দল।’ ‘ভণ্ডামি’ শব্দটা কারিনা ইদানীং প্রায়ই ব্যবহার করছেন। যেমন: সাইফ আলী খান তাঁর প্রযোজিত পরবর্তী ছবি ককটেল-এ আবারও দীপিকা পাড়ুকোনকে নায়িকা করেছেন। লাভ আজকাল, আরাকষাণ, ককটেল-এর পর রেস টু ছবিতেও কারিনাকে বাদ দিয়ে সাইফের বিপরীতে নেওয়া হয়েছে দীপিকাকে। ঘটনা কী? জানতে চাইলে পুনরায় তেল ও বেগুনে জ্বলে উঠে বলেন, ‘আমি যখন অক্ষয় কুমারের বিপরীতে আটটি ছবি করি, তখন তো কথা হয় না। সাইফ দীপিকার সঙ্গে কাজ করলে সবাই এমন হট্টগোল শুরু করে দেয় কেন! যত্তোসব ভণ্ডের দল!’ অক্ষয়ের বিপরীতে মিলন লুথারিয়ার ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই-২ এবং অর্জুন রামপালের বিপরীতে মধুর ভান্ডারকরের হিরোইন ছবিতেও কাজ করবেন কারিনা। যদিও কারিনা এখন পর্যন্ত হিরোইন সই করেননি। তবে প্রচারমাধ্যমের হিরোইন নিয়ে মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি দেখে ত্যক্তবিরক্ত তিনি। কারিনার দাবি, ‘ছবির লভ্যাংশ চাই, আট কোটি রুপি দাবি করেছি ইত্যাদি ভিত্তিহীন গুজব ছড়িয়ে ছবির বিক্রিবাট্টাই বাড়ছে। তবে এসব খবরের কোনোটিই সত্য নয়।’ ফেব্রুয়ারিতে বিয়ে করছেন—খবরটিও ‘ভুয়া’ বলে উড়িয়ে দিয়ে কারিনা বলেন, ২০১৩ সালের আগে বিয়ের কথা চিন্তা করারও সময় নেই।
পাঁচ খানের মধ্যে কার বিপরীতে কাজ করে সবচেয়ে ভালো লেগেছে? এ প্রশ্নের উত্তর দেওয়া কঠিন। তা-ও কারিনা তাঁর স্টাইলে উত্তর দিলেন, ‘এ কথা সবাই জানেন, শাহরুখ বরাবরই আমার হিরো। তবে আমির খানের সঙ্গে কাজ না করলে জীবনে আফসোস থেকে যেত। সাইফ এঁদের মধ্যে সবচেয়ে সুদর্শন, আমার জীবনের হিরো। সালমানকে বলিউডের “গড” মানতেও দ্বিধা করি না। তাঁর জনপ্রিয়তার সিকিভাগও আমার নেই—স্বীকার করতেও সংকোচ করি না। আর এ সময়ের নায়কদের মধ্যে ইমরান আমার বিপরীতে সবচেয়ে বেশি মানিয়ে গেছে। রণবীরের বিপরীতে তো কখনো কাজ করতে পারব না, তবে ইমরান সেই আফসোস মিটিয়ে দিয়েছে।’
রুম্মান রশীদ খান
[বলিউড হাঙ্গামা, আইএমডিবি, ফিল্মফেয়ার, সিনেব্লিৎ স, স্ক্রিন, টাইমস অব ইন্ডিয়া ডট কম, গ্ল্যামশ্যাম, রেডিফ অবলম্বনে]
CRICKET LIVE STREAMING
Thursday, September 15, 2011
বলিউড খান সাম্রাজ্যে কারিনা
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment