CRICKET LIVE STREAMING

Sunday, September 11, 2011

ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে

ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে
ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে প্রকাশ করা যায়। এজন্য প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। এরপর নিচের স্ট্যাটাসবার থেকে notes-যান।এখন ডানপাশের Notes Settings/Import a blog-এ ক্লিক করে Import-এ যান। এখন Web URL বক্সে আপনার ব্লগের ঠিকানা লিখুন। এরপর Start Importing/Confirm Import বাটনে ক্লিক করুন। পরবর্তীতে ঐ ব্লগে কোন লেখা প্রকাশ করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে চলে আসবে।

খালেদ মাহমুদ খান

No comments:

Post a Comment

kazi-music