ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে
ব্লগের লেখা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে প্রকাশ করা যায়। এজন্য প্রথমে ফেসবুকে ঢুকতে হবে। এরপর নিচের স্ট্যাটাসবার থেকে notes-যান।এখন ডানপাশের Notes Settings/Import a blog-এ ক্লিক করে Import-এ যান। এখন Web URL বক্সে আপনার ব্লগের ঠিকানা লিখুন। এরপর Start Importing/Confirm Import বাটনে ক্লিক করুন। পরবর্তীতে ঐ ব্লগে কোন লেখা প্রকাশ করলে তা স্বয়ংক্রিয়ভাবে ফেসবুকে চলে আসবে।
খালেদ মাহমুদ খান
No comments:
Post a Comment