CRICKET LIVE STREAMING

Thursday, September 15, 2011

 জোকোভিচের আয়ের রেকর্ড

এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের সবচেয়ে উঁচু দালানগুলোর একটি। সদ্য জেতা ইউএস ওপেন ট্রফি নিয়ে পরশ�

এম্পায়ার স্টেট বিল্ডিং বিশ্বের সবচেয়ে উঁচু দালানগুলোর একটি। সদ্য জেতা ইউএস ওপেন ট্রফি নিয়ে পরশু সেটারই ছাদে উঠে নোভাক জোকোভিচ যেন জানিয়ে দিলেন, ‘দ্যাখো, এই এত উচ্চতায় এখন আমার অবস্থান!’

এএফপি

টেনিস কোর্টে গড়ছেন রেকর্ডের পর জয়ের রেকর্ড। এটাই নোভাক জোকোভিচকে এনে দিয়েছে আরেকটি রেকর্ড। বছর শেষ হতে এখনো বাকি সাড়ে তিন মাস। আর এর মধ্যেই টেনিস ইতিহাসে এক বছরে সবচেয়ে বেশি আয়ের (প্রাইজমানি) রেকর্ডটাও নিজের করে নিয়েছেন সার্বিয়ান তারকা।
২০১১ সালে জোকোভিচের আয় ১ কোটি ৬ লাখ ৯ হাজার ৩১৮ ডলার। এটা তাঁর ক্যারিয়ারের মোট আয়ের এক তৃতীয়াংশ। ১২টি টুর্নামেন্ট থেকে এই আয় তাঁর। এই ১২ টুর্নামেন্টের দশটিতেই চ্যাম্পিয়ন হয়েছেন। এক ইউএস ওপেন থেকেই ২৩ লাখ ডলার প্রাইজমানি পেয়ে তিনি ভেঙেছেন রাফায়েল নাদালের রেকর্ড।
গত বছর ১৭টি টুর্নামেন্ট থেকে ১ কোটি ১ লাখ ৭১ হাজার ৯৯৮ ডলার আয় করেছিলেন নাদাল। এ ছাড়া আর একজনই বছরে ১ কোটি ডলারের বেশি আয় করেছেন। ২০০৭ সালে ১৬টি টুর্নামেন্ট খেলে রজার ফেদেরারের আয় ছিল ১ কোটি ১ লাখ ৩০ হাজার ৬২ ডলার।
ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music