বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১১
বিডিনিউজ: নারীর চেয়ে পুরুষেরা তাদের সঙ্গিনীর শারীরিক গড়ন নিয়ে বেশি ভাবে। প্রকাশিত এক নতুন জরিপ থেকে এ কথা জানা যায়। জরিপে ৭০ হাজার মানুষের কাছে প্রশ্ন রাখা হলে এর মধ্যে প্রায় অর্ধেক পুরুষই জানিয়েছে, ওজন বাড়লে তারা তাদের সঙ্গিনীকে ছেড়ে দেবে। অন্যদিকে মাত্র ২০ ভাগ নারী এ ধরনের সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে। সঙ্গিনীর বান্ধবীকে নিয়ে আনন্দজনক স্বপ্ন দেখে বলেও জানিয়েছে দুই-তৃতীয়াংশ পুরুষ। অন্যদিকে এক-তৃতীয়াংশ নারী এ ধরনের স্বপ্ন দেখে থাকে। আস্কম্যানের এডিটর-ইন-চিফ জেমস বাসিল কসমোপলিটন ডটকমের সঙ্গে যৌথ উদ্যোগে জরিপটি পরিচালনা করেছেন। এ ছাড়া গবেষণায় আরও দেখা গেছে, ৫০ ভাগ পুরুষ তাদের কত জন যৌনসঙ্গী ছিল এ ব্যাপারে মিথ্যা কথা বলে। অন্যদিকে ৩৫ ভাগ নারী এ ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়ে থাকে।
No comments:
Post a Comment