বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১১
CRICKET LIVE STREAMING
Wednesday, August 3, 2011
সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন
সৌদি আরবে নির্মিত হতে যাচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন
মানবজমিন ডেস্ক: সৌদি আরবের নির্মাতা প্রতিষ্ঠান বিন লাদেন গ্রুপ এবার জেদ্দার উত্তরে ১২০ কোটি ডলার ব্যয়ে নির্মাণ করছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার। সৌদি আরবের শাহজাদা আল-ওয়ালীদ বিন তালাল ঘোষণা করছেন যে, ৩২৮০ ফিট উচ্চতার কিংডম টাওয়ার নির্মাণের জন্য তিনি ইতোমধ্যেই চুক্তি স্বাক্ষর করেছেন। জেদ্দা ইকোনমিক কো. এবং বিন লাদেন গ্রুপের মধ্যে এ ব্যাপারে চুক্তি স্বাক্ষরীত হয়েছে। এতে বিন লাদেন গ্রুপের ১৬.৬ শতাংশ শেয়ার থাকবে। ২০০৮ সালে প্রথমবারের মতো ঘোষণা দেয়া এ মেগা প্রকল্পের ভিত্তির ব্যাপ্তি হবে দুই কিলোমিটার জুড়ে। আর ওপরের দিকে এর উচ্চতা হবে এক কিলোমিটার। এতে থাকবে একটি হোটেল, অ্যাপার্টমেন্ট, বিলাশবহুল ফ্ল্যাট এবং অফিস। ইমারের নির্মিত দুবাইয়ের বুর্জ খলিফা হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে উঁচু ভবন। সৌদি আরবের প্রস্তাবিত এ ভবন নির্মিত হলে উচ্চতায় এটি বুর্জ খলিফার রেকর্ড ভঙ্গ করবে।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment