CRICKET LIVE STREAMING

Wednesday, August 3, 2011

দুবাই’র ঈদ কনসার্টে কিং খান শাহরুখ ও কারিনা-প্রিয়াংকা

বৃহস্পতিবার, ০৪ আগস্ট ২০১১













online desk: আসছে ঈদ উপলক্ষে দুবাইতে অনুষ্ঠিত হতে যাচ্ছে পাঁচ দিনব্যাপী জমকালো ঈদ কনসার্ট। বিশ্বের নামী দামি সব তারকা পারফর্ম করতে যাচ্ছেন এখানে। আর বড় খবর হলো এ অনুষ্ঠানে পারফর্ম করতে যাচ্ছেন বলিউড বাদশাহ শাহরুখ খান। দুবাইর এ অনুষ্ঠানে ৭০ জনের নাচের দল নিয়ে পারফর্ম করবেন শাহরুখ। শুধু শাহরুখই নন, তার সঙ্গে বলিউড থেকে আরও থাকছেন অভিনেত্রী কারিনা কাপুর ও প্রিয়াংকা চোপড়া। দুবাইর মেয়দানে শপিস্তা নামে একটি বিশাল আয়োজনের মেলা বসতে যাচ্ছে। পাঁচ দিনব্যাপী চলবে এ মেলা। আর এই পাঁচ দিনেই হবে কনসার্ট, যাতে পারফর্ম করবেন বলিউডসহ বিশ্বের নামী দামি সব তারকারা। ৩১শে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে এই আয়োজন। এদিন এরাবিক আয়োজনে সাজানো হবে অনুষ্ঠানটি। এ এরাবিয়ান নাইটে পারফর্ম করবেন গায়িকা আজরাম এবং মেলহেম জেন। পহেলা সেপ্টেম্বর পারফর্ম করবে বিশ্বনন্দিত ব্যান্ড আরএনবি এবং ফিলিপিনো পপ। ২রা সেপ্টেম্বর পারফর্ম করবেন ভারতীয় সুন্দরী গুগস এবং ৩রা সেপ্টেম্বর পারফর্ম করবেন ভারতের জনপ্রিয় শিল্পী-সংগীত পরিচালক হরিহরণ এবং শংকর মহাদেবন। অনুষ্ঠানের শেষ দিন অর্থাৎ ৪ঠা সেপ্টেম্বর পারফর্ম করবেন বলিউড বাদশাহ শাহরুখ খান, কারিনা কাপুর ও প্রিয়াংকা চোপড়া। এছাড়াও এদিন রাতে পারফর্ম করবেন বর্তমান সময়ের বিশ্বের অন্যতম জনপ্রিয় ব্যান্ড ৫০ সেন্ট। আগামী সপ্তাহ থেকেই এ অনুষ্ঠানের টিকিট বিক্রি শুরু হবে। জানা গেছে, ইতিমধ্যে শাহরুখ খানও এ শোতে অংশগ্রহণের প্রস্তুতি শুরু করেছেন। এর আগেও বহুবারই দুবাইতে পারফর্ম করেছেন শাহরুখ। তবে ঈদের কোন অনুষ্ঠানে সরাসরি এই প্রথম পারফর্ম করতে যাচ্ছেন শাহরুখ, কারিনা ও প্রিয়াংকা

No comments:

Post a Comment

kazi-music