CRICKET LIVE STREAMING

Friday, May 6, 2011

৫০ তলা থেকে লাফ!

ব্যাংককের মাহাথুন প্লাজা ভবনের ছাদ থেকে লাফ দিচ্ছেন ইমন


একটি বিজ্ঞাপনচিত্রের শুটিংয়ে ৫০ তলা থেকে লাফ দিলেন ইমন। ব্যাংকক শহরের শুকুম্ভিত এলাকার মাহাথুন প্লাজা ভবনে ওয়ালটনের মোটরসাইকেলের বিজ্ঞাপনচিত্রের শুটিং হলো গত সপ্তাহে।
ইমন বললেন, ‘ঢাকায় পরিচালক ইফতেখার চৌধুরীর সঙ্গে বিজ্ঞাপনচিত্রটির কাজ নিয়ে কথা হয়েছিল। তখন তিনি আমাকে দৃশ্যগুলো একভাবে বুঝিয়েছিলেন। কিন্তু ব্যাংকক যাওয়ার পর সেই পরিকল্পনা আর ঠিক থাকেনি। প্রথমে কথা হয়েছিল লাফ দেওয়ার কাজ করানো হবে একজন স্টান্টম্যানকে দিয়ে। পরে তাঁরা আমাকেই লাফ দেওয়ার জন্য অনুরোধ করেন। কারণ, তাঁদের ক্লোজশট নিতে হবে। আমার খুব ভয় হচ্ছিল। ৫০ তলার ওপর থেকে নিচে তাকাতে পারছিলাম না।’
ইমন আরও বলেন, ‘নিরাপত্তার জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থাই তাঁরা নিয়েছিলেন। ওই লাফ দেওয়ার দৃশ্যটির জন্য জাইকাকে দায়িত্ব দেওয়া হয়। শুনেছি, বলিউডের ধুম টু, ম্যায় হুঁ নাসহ অসংখ্য হিন্দি ছবির অ্যাকশন দৃশ্যের কাজ করেছে এই প্রতিষ্ঠান। জাইকার লোকজন আমার শরীরে নানা ধরনের দড়ি দিয়ে বেঁধে দেয়। দড়িগুলো এমনভাবে বাধা হয়, যাতে কোনো দুর্ঘটনা না ঘটে। তার পরও আতঙ্ক কাটেনি। ভেবেছিলাম একবার লাফ দিলেই রক্ষা হবে। কিন্তু শটটি ঠিকভাবে নেওয়ার জন্য আমাকে তিনবার লাফ দিতে হয়েছিল।’
ওয়ালটন সূত্রে জানা গেছে, বিজ্ঞাপনচিত্রটি তৈরিতে হলিউডের কারিগরি-সুবিধা ব্যবহার করা হচ্ছে।

No comments:

Post a Comment

kazi-music