এখনো যে তাঁর তুঙ্গস্পর্শী জনপ্রিয়তা, ছবিটিই এর প্রমাণ। এবারের আইপিএলে প্রথম মাঠে নামতেই এক কিশোর দর্শক ছুটে এসে প্রণাম করল সৌরভ গাঙ্গুলীকে। কাল হায়দরাবাদে
এএফপি
এসব যখন বলছেন ততক্ষণে অবশ্য ক্যারিয়ারের ‘কঠিনতম’ দিনটায় উতরে গেছেন ভালোভাবেই। যখন উইকেটে গিয়েছিলেন, দল তখনই জয়ের রাস্তায়। বাকি পথটুকু পাড়ি দিয়ে ফিরেছেন দলের জয়কে সঙ্গী করে। ৩ চার ও ১ ছয়ে ৩২ বলে অপরাজিত ৩২, আত্মবিশ্বাসটাও ফিরে পাওয়ার কথা।
পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দুই দলের লড়াইয়ে মূল আকর্ষণ ছিল সৌরভের ‘অভিষেক’। সীমিত সুযোগে আশা মিটিয়েছেন সৌরভ। পুনেও ৬ উইকেটে হারিয়েছে ডেকান চার্জার্সকে। ১৩৬ রান তাড়া করতে নেমে ওপেনিংয়ে ২০ বলে ৩৫ করেছেন জেসি রাইডার, ৪২ বলে ৪৯ মনিশ পান্ডে। বাকি কাজটুকু সেরেছেন সৌরভ। ৪ উইকেট নিয়ে ম্যাচ-সেরা অবশ্য শন মার্শের ছোট ভাই মিচেল মার্শ।
শন মার্শেরও দিনটা ভালো কেটেছে। ৩৪ বলে ৪৩ করেছেন। তাঁর দল কিংস ইলেভেন পাঞ্জাব ৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে মুম্বাই ইন্ডিয়ানসকে। অথচ পয়েন্ট টেবিলের শীর্ষ দল মুম্বাই কাল মুখোমুখি হয়েছিল একদম তলানির পাঞ্জাবের সঙ্গে। ৮ উইকেটে ১৬৩ রান করেছিল পাঞ্জাব। মাত্র ৮৭ রানে অলআউট শচীন টেন্ডুলকারের দল! অবশ্য শন মার্শ নন; শেষ ওভারে তিনটিসহ ২২ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচসেরা ভার্গব ভাট। ওয়েবসাইট।
No comments:
Post a Comment