CRICKET LIVE STREAMING

Thursday, May 5, 2011

 শাহরুখ এবার গীতিকার ও গায়ক

শাহরুখ খান


বলিউডে শাহরুখ খানের জুড়ি নেই। অভিনয় কিংবা খেলার মাঠ যেখানেই বলুন কেন, বেশ সফলভাবেই দাপিয়ে বেড়াচ্ছেন বলিউডের এই অভিনয়শিল্পী। সাম্প্রতিক সময়ে আইপিএলে শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইটার্স একের পর এক জয় নিয়ে এগিয়ে যাচ্ছে।
তবে শাহরুখ-ভক্তদের জন্য নতুন খবর হলো তিনি এবার ছবিতে গান করতে যাচ্ছেন। টাইমস অব ইন্ডিয়ার খবরে জানা গেছে, এবার অবশ্য গাওয়ার পাশাপাশি গানটি লিখেছেনও তিনি। শাহরুখ প্রথম গান করেছিলেন ‘জোশ’ ছবিতে। তাঁর কণ্ঠে সে সময় ‘আপুন বোলা তু মেরি লায়লা’ গানটি বেশ জনপ্রিয় হয়েছিল। এরপর অবশ্য শাহরুখকে আর গান গাইতে দেখা যায়নি। কয়েক বছর পর তিনি আবার ছবিতে গান করতে যাচ্ছেন।
শাহরুখের নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলি এন্টারটেইনমেন্ট প্রযোজিত ছবিটির নাম হচ্ছে ‘অলওয়েজ কাভি কাভি’। শাহরুখের কণ্ঠের এই গানটি আইটেম নাম্বার হিসেবে ব্যবহূত হবে বলে জানা গেছে। ছবিটির সংগীতপরিচালক প্রীতম চক্রবর্তী।
সংগীতপরিচালক প্রীতম চক্রবর্তী বলেন, ‘অলওয়েজ কাভি কাভি’ ছবির এই গানটিতে শাহরুখ বেশ স্বতঃস্ফূর্ত এবং গানের কথার দিক থেকে সে খুবই শক্তিশালী অবস্থানে আছেন।’ তিনি আরও বলেন, ‘আমরা যখন গানটির সুর করি, সঙ্গে সঙ্গে তাতে কণ্ঠ দিয়ে সবাইকে অবাক করে দেন তিনি। শাহরুখ-ভক্তদের জন্য এটা সুখবরই বলা চলে।’
অন্যদিকে ছবিটির পরিচালক রওশন আব্বাস বলেন, নিঃসন্দেহে শাহরুখ খান অসম্ভব মেধার অধিকারী। তাঁর কণ্ঠের এই গানটি ছবিটিতে অনেকটা জাদু হিসেবে কাজ করবে।

No comments:

Post a Comment

kazi-music