CRICKET LIVE STREAMING

Tuesday, April 12, 2011

অধিনায়ক ও সেঞ্চুরি

মাইকেল ক্লার্ক স্থায়ী অধিনায়ক হিসেবে প্রথম ম্যাচে সেঞ্চুরি করলেও ওয়ানডে অধিনায়কত্বের অভিষেকে (উইন্ডিজের বিপক্ষে ২০০৮) করেছিলেন ৩৬ রান। এখন পর্যন্ত মাত্র ছয়জন তাঁদের অধিনায়কত্বের অভিষেকেই ওয়ানডেতে সেঞ্চুরি পেয়েছেন। এর মধ্যে আছেন ক্লার্কের সতীর্থ মাইক হাসি। ২০০৬ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অপরাজিত ১০৯ রান করেছিলেন পন্টিংয়ের অনুপস্থিতিতে ওই ম্যাচের অস্ট্রেলিয়ার অধিনায়ক। ওয়ানডে অধিনায়কত্বেই সেঞ্চুরি করা বাকি পাঁচজন—গ্লেন টার্নার (১৭১*, নিউজিল্যান্ড-পূর্ব আফ্রিকা, ১৯৭৫), রিচি রিচার্ডসন (১০৬*, ওয়েস্ট ইন্ডিজ-পাকিস্তান, ১৯৯১), শচীন টেন্ডুলকার (১১০, ভারত-শ্রীলঙ্কা, ১৯৯৬), সনাৎ জয়াসুরিয়া (১০২, শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে, ১৯৯৮) ও গ্যাভিন হ্যামিল্টন (১১৯, স্কটল্যান্ড-কানাডা, ২০০৯)।

No comments:

Post a Comment

kazi-music