ওয়েবে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন শেখার বাংলা ই-বই বাংলায় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন নামে একটি ই-বই প্রকাশিত হয়েছে।
সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন কি, কিভাবে করা যায়, কিভাবে এসইঅ শিখে আয় করা যায় ইত্যাদি নিয়ে ই-বইটিতে আলোচনা করা হয়েছে। ই-বইটি লিখেছেন জাকারিয়া চৌধুরী ও পার্থ সারথি কর।http://banglay-seo.blogspot.com ঠিকানার সাইট থেকে ই-বইটি বিনামূল্যে ডাউনলোড করা যাবে। —বিজ্ঞপ্তি
No comments:
Post a Comment