CRICKET LIVE STREAMING

Tuesday, April 12, 2011

 বিশ্বকাপ রেকর্ড


সবচেয়ে বেশি ম্যাচে অধিনায়ক
অস্ট্রেলিয়ার রিকি পন্টিং এবার সাতটি ম্যাচে অধিনায়কত্ব করে ছাড়িয়ে গেছেন নিউজিল্যান্ডের সাবেক অধিনায়ক স্টিভেন ফ্লেমিংকে (২৭)। বিশ্বকাপে অধিনায়ক পন্টিংয়ের ম্যাচ ২৯টি।

সর্বোচ্চ সেঞ্চুরি

এবার দুটি সেঞ্চুরি করে শচীন টেন্ডুলকার বিশ্বকাপে সর্বাধিক সেঞ্চুরির রেকর্ডের একক মালিক হয়েছেন। বিশ্বকাপে তাঁর মোট সেঞ্চুরির সংখ্যা ৬।

ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট

নিউজিল্যান্ডের জেমস ফ্রাঙ্কলিন কানাডার বিপক্ষে ৮ বলে করেন অপরাজিত ৩১ রান, যার স্ট্রাইক রেট ৩৮৭.৫০। বিশ্বকাপে কমপক্ষে ২৫ রানের ইনিংসগুলোর মধ্যে স্ট্রাইক রেটের দিক দিয়ে এটিই সেরা।

সর্বোচ্চ জুটি

প্রথম উইকেটে শ্রীলঙ্কার থারাঙ্গা ও দিলশান (২৮২) এবং ষষ্ঠ উইকেটে আয়ারল্যান্ডের কেভিন ও’ব্রায়েন ও অ্যালেক্সই কুসাক (১৬২) বিশ্বকাপের নতুন রেকর্ড করেছেন।

ম্যাচে সর্বোচ্চ রান

ভারত ও ইংল্যান্ডের টাই ম্যাচটিতে দুই দল সবশুদ্ধ রান করেছে ৬৭৬। আগের রেকর্ডটি ছিল অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার। ২০০৭ বিশ্বকাপে এই দুই দলের ম্যাচে উঠেছিল ৬৭১ রান

No comments:

Post a Comment

kazi-music