১৬
- ১২ বছর : নিজের স্কুলের অনূর্ধ্ব-১৭ দলের হয়ে খেলতে নেমে হ্যারিস শিল্ডে করেন প্রথম সেঞ্চুরি। এটাই তার জীবনে প্রথম সেঞ্চুরি দেখা।
-১৩ বছর : জাইল শিল্ডে স্বপ্নের ব্যাটিং। ৭টি সেঞ্চুরি করেন নিজের স্কুলের হয়ে। এর মধ্যে ছিল একটি ডাবল সেঞ্চুরিও।
- ১৪ বছর : বন্ধু বিনোদ কাম্বলির সঙ্গে নিজের স্কুলের হয়ে বিখ্যাত ৬৬৪ রানের সেই জুটিটি করেছিলেন ১৪ বছর বয়সেই। ১৪ বছর বয়সেই ১৯৮৭ বিশ্বকাপে মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে খেলার পর সুনীল গাভাস্কারের কাছ থেকে উপহার পেয়েছিলেন একজোড়া প্যাড।
- ১৫ বছর : মাত্র ১৫ বছর বয়সেই অভিষেক হলো প্রথম শ্রেণীর ক্রিকেটে এবং অভিষেকেই মুম্বাইয়ের হয়ে গুজরাটের বিপক্ষে করলেন সেঞ্চুরি।
- ১৬ বছর : মাত্র ১৬ বছর বয়সেই পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে এবং টেস্টে অভিষেক ঘটে শচীন টেন্ডুলকারের।
- ১৭ বছর : ১৯৯০ সালে ওল্ড ট্রাফোর্ডে ইংল্যান্ডের বিপক্ষে করলেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি। খেলেছিলেন ১১৯ রানের দুর্দান্ত এক ইনিংস।
- ১৮ বছর : ১৮ বছর ৩০৪ দিনে ভারতের হয়ে সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে খেললেন বিশ্বকাপ। ১৯৯২ সালে।
- ১৯ বছর : দেশের বাইরে প্রথম কাউন্টি ক্রিকেটে (ইয়র্কশায়ারে) নাম লেখালেন শচীন। এ সময় আবার সবচেয়ে কম বয়সী ক্রিকেটার হিসেবে টেস্টে একহাজার রান পূর্ণ করেন তিনি।
-২০ বছর : নিজেদের মাটিতে প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান শচীন। মাদ্রাজে (বর্তমানে চেন্নাই) ইংল্যান্ডের বিপক্ষে ২৪টি চার এবং একটি ছক্কায় তিনি করেন ১৬৫ রান।
- ২১ বছর : দীর্ঘ বিরতির পর ওয়ানডেতে পেলেন প্রথম সেঞ্চুরির দেখা। শ্রীলংকার মাটিতে কলম্বোয় অস্ট্রেলিয়ার বিপক্ষে করেন এ সেঞ্চুরি।
- ২২ বছর : মাত্র ২২ বছর বয়সেই ওয়ার্ল্ডটেলের সঙ্গে করলেন ৩১.৫ কোটি রুপির চুক্তি। ওই সময়ই শচীনকে বিশ্বের সবচেয়ে দামি ক্রিকেটারে পরিণত করেছিল এ চুক্তি।
-২৩ বছর : ১৯৯৬ বিশ্বকাপে হলেন সর্বোচ্চ রান সংগ্রাহক। ৮৭.১৬ গড়ে করেছিলেন ৫২৩ রান। এর কিছুদিন পরই হলেন ভারতীয় দলের অধিনায়ক।
- ২৪ বছর : ১৯৯৭ সালে এক মৌসুমে ওয়ানডে এবং টেস্টে একহাজারেরও বেশি করে রান নিলেন শচীন। ক্রিকেট ইতিহাসে যা খুবই বিরল ঘটনা।
-২৫ বছর : অস্ট্রেলিয়ার বিপক্ষে শারজায় পরপর দুটি সেঞ্চুরি করলেন শচীন। এর একটি আবার ছিল শচীনের জন্মদিনে।
- ২৬ বছর : ১৯৯৯ সালে আহমেদাবাদে নিউজিল্যান্ডের বিপক্ষে করলেন ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি।
-২৭ বছর : টেস্ট এবং ওয়ানডে মিলে ৫০তম সেঞ্চুরি করলেন ২৭ বছর বয়সে; যখন জিম্বাবুয়ের বিপক্ষে নাগপুরে ২০১ রান করেছিলেন তিনি।
- ২৮ বছর : ওয়ানডে ক্রিকেটে ১০ হাজার রান পূর্ণকারী প্রথম ক্রিকেটার হয়ে গেলেন শচীন রমেশ টেন্ডুলকার।
-২৯ বছর : স্যার ডন ব্রাডম্যানের ২৯ টেস্ট সেঞ্চুরির রেকর্ড পার হয়ে গেলেন শচীন ২৯ বছর বয়সে।
-৩০ বছর : ২০০৩ বিশ্বকাপে ৬১.১৮ গড়ে সর্বোচ্চ ৬৭৩ রান করেন তিনি। বিশ্বকাপের ইতিহাসে কোনো এক আসরে এটাই সর্বোচ্চ।
- ৩১ বছর : ঢাকার মাঠে বাংলাদেশের বিপক্ষে টেস্টে সর্বোচ্চ স্কোর করেন তিনি। এ ম্যাচে ২৪৮ রানে অপরাজিত ছিলেন শচীন।
-৩২ বছর : টেস্ট ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ৩৪টি সেঞ্চুরির মালিক সুনীল গাভাস্কারের সমতায় উঠে এলেন ৩২ বছর বয়সে।
- ৩৩ বছর : ক্যারিয়ারে একমাত্র আন্তর্জাতিক টোয়েন্টি২০ ম্যাচটি খেলেন ৩৩ বছর বয়সে এবং তিনিই হলেন ভারতীয় দলে সবচেয়ে বেশি বয়সী টি২০ ক্রিকেটার।
- ৩৪ বছর : ওয়ানডে ক্রিকেটে প্রথম ১৫ হাজার রান অতিক্রমকারী ব্যাটসম্যান হলেন তিনি এবং একই সঙ্গে টেস্টে ১১ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
- ৩৫ বছর : টেস্ট ক্রিকেটে ব্রায়ান লারার সর্বোচ্চ ১১ হাজার ৯৫৩ রানের রেকর্ড অতিক্রম করে যান শচীন।
- ৩৬ বছর : হায়দরাবাদে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেন ১৭৫ রানের দুর্দান্ত এক ইনিংস। একই সময় ওয়ানডে ক্রিকেটে ১৭ হাজার রানের মাইলফলক স্পর্শ করেন তিনি।
-৩৭ বছর : গোয়ালিয়র হয়ে রইল একটি ইতিহাসের সাক্ষী। শচীনের ব্যাট থেকেই প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেল ওয়ানডে ক্রিকেট।
No comments:
Post a Comment