মাত্র চতুর্থ বর্ষে পড়েছে আইপিএল, বছরে খেলাও হয় মাত্র ছয় সপ্তাহ। কিন্তু খেলোয়াড়দের সাপ্তাহিক গড় পারিশ্রমিকের দিক থেকে আইপিএল এখন ক্রীড়াবিশ্বে দ্বিতীয়! স্পোর্টিং ইন্টেলিজেন্স ডটকমের তথ্য, সাপ্তাহিক পারিশ্রমিকের গড়ে বিশ্বে ভারতের টি-টোয়েন্টি টুর্নামেন্টটির ওপরে আছে কেবল যুক্তরাষ্ট্রের জনপ্রিয় বাস্কেটবল লিগ এনবিএ। বিভিন্ন খেলার ১৪টি শীর্ষ লিগের ২৭২টি দলের পারিশ্রমিক বিশ্লেষণ করে প্রতিবেদনটি তৈরি করেছে স্পোর্টিং ইন্টেলিজেন্স। জরিপটি তারা করেছে ইএসপিএন দ্য ম্যাগাজিন-এর সঙ্গে যৌথভাবে।
সর্বশেষ মৌসুমে এনবিএর ৩০ দল খেলোয়াড়দের গড়ে পারিশ্রমিক দিয়েছে বছরে ৪৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার, সাপ্তাহিক হিসাবে যেটা দাঁড়ায় ৯২ হাজার ১৯৯ মার্কিন ডলার। সপ্তাহে সর্বোচ্চ পারিশ্রমিক দেওয়া তিন দলের কোনোটিই অবশ্য এনবিএ বা আইপিএলের নয়। সবচেয়ে বেশি পারিশ্রমিক দেয় স্পেনের লা লিগার দল বার্সেলোনা, ঠিক পেছনেই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। মেজর লিগ বেসবলের (এমএলবি) দল নিউইয়র্ক ইয়াঙ্কিস আছে তিনে। আইপিএলে সবচেয়ে বেশি পারিশ্রমিক দেওয়া দল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু আছে তালিকার ২৬ নম্বরে, সপ্তাহে ৮৬,৬৬৭ মার্কিন ডলার পারিশ্রমিক দেয় বিজয় মালিয়ার দল। ২৯ নম্বরে থাকা কলকাতা নাইট রাইডার্স দেয় ৮৫,৫৪৫ মার্কিন ডলার। সেরা পঞ্চাশে আছে আইপিএলের আরও দুই দল—কিংস ইলেভেন পাঞ্জাব (৪০) ও মুম্বাই ইন্ডিয়ানস (৪৪)। ওয়েবসাইট।
No comments:
Post a Comment