ইউটিউব, ফেসবুক অথবা অন্য ওয়েবসাইটে ভিডিও সহজে দেখা গেলেও ভিডিও নামানোর সহজ কোনো উপায় থাকে না। ভিডিও ডাউনলোডার সফটওয়ার ব্যবহার করে তখন ভিডিওটি নামাতে হয়। এমনি একটি সফটওয়ার ফ্রিমেক ভিডিও ডাউনলোডার। ইউটিউব, ফেসবুক, মেটাক্যাফেসহ অর্ধশতাধিক জনপ্রিয় ওয়েবসাইট থেকে এর মাধ্যমে ভিডিও নামানো যায়। এতে ভিডিওকে AVI, MKV, MP3 ইত্যাদি ফরম্যাটে রূপান্তর করার সুবিধাও রয়েছে। সফটওয়ারটি http://www.freemake.com/free^video^downloader ঠিকানা থেকে নামানো যাবে।
সাজিদুল হক
No comments:
Post a Comment