CRICKET LIVE STREAMING

Saturday, March 19, 2011

 শাহরুখের চাপল্য

রাশভারী বা গাম্ভীর্য ব্যাপারটা যেন তাঁর সঙ্গে যায়-ই না। সারাক্ষণ কথা বলছেন, মজা করছেন। একটুখানি স্থির হয়ে বসা যেন তাঁর ধাতে নেই। এ জন্য স্ত্রী গৌরীর বকুনি কম খেতে হয় না। ‘স্ত্রী আমাকে প্রায়ই বোঝায়, দয়া করে গুরুত্বপূর্ণ কোনো বৈঠকে উদ্ভট কিছু করে বা বলে বোসো না। সত্যি বলতে কি, গাম্ভীর্য বিষয়টাই আমার মধ্যে নেই। আমি জানি না, ওই রকম মুহূর্তে কেমন আচরণ করতে হয়।’ এহেন স্বীকারোক্তি শাহরুখ খানের। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি ব্যক্তিগত, পারিবারিক, ধর্মীয় ও সামাজিক বিষয়-আশয় নিয়ে কথা বলেছেন। তাঁর মতে, ধর্ম ও রাজনীতিকে একত্রে গুলিয়ে ফেলা উচিত নয়। ধর্মটা যার যার। এ নিয়ে রাজনীতি না করাই ভালো। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music