CRICKET LIVE STREAMING
Saturday, March 19, 2011
আয়করে শীর্ষে বচ্চন পরিবার
২০১০-১১ আর্থিক বছরটি অমিতাভ বচ্চন, ছেলে অভিষেক বচ্চন, পুত্রবধূ ঐশ্বরিয়া রাই—সবারই ভালো কেটেছে। তাই চলতি বছর বলিউডের সবচেয়ে বেশি আয়কর দিচ্ছে বচ্চন পরিবার। আয়কর বিভাগ সূত্রে জানা গেছে, বচ্চন পরিবারের এই তিন সদস্য মিলে এবার আয়কর দিচ্ছেন ৩৭ কোটি ৫৫ লাখ রুপি। এর পরের অবস্থানে আছেন অক্ষয় কুমার। তিনি আয়কর দিচ্ছেন ১৮ কোটি রুপি। এ ছাড়া হূতিক রোশন ১৫ কোটি ১০ লাখ ও শাহরুখ খান দিচ্ছেন ১৪ কোটি রুপি।
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment