CRICKET LIVE STREAMING

Friday, March 4, 2011

 একই ছবিতে শাহরুখ ও ডিক্যাপ্রিও


নির্মাতা মার্টিন স্করসিসের সঙ্গে শাহরুখ খান ও লিওনার্দো ডিক্যাপ্রিও

নির্মাতা মার্টিন স্করসিসের সঙ্গে শাহরুখ খান ও লিওনার্দো ডিক্যাপ্রিও


হলিউডের ব্যবসাসফল ছবি টাইটানিকের আলোচিত অভিনেতা লিওনার্দো ডিক্যাপ্রিওর সঙ্গে কাজ করতে যাচ্ছেন বলিউড বাদশা শাহরুখ খান। ছবির নাম ‘এক্সট্রিম সিটি’। পরিচালক হিসেবে থাকছেন পল শ্রেয়ডার। প্রযোজনা করবেন মার্টিন স্করসিসে। অভিনয়ের পাশাপাশি সহপ্রযোজক হিসেবে শাহরুখ খানের নামও শোনা যাচ্ছে। ক্রাইম থ্রিলার ধাঁচের ছবিটির বেশির ভাগ শুটিং হবে মুম্বাইয়ে। এক্সট্রিম সিটি ছবিটি মুম্বাই শহরের অপরাধ জগতের নানা গল্প নিয়ে নির্মিত হবে বলে জানা গেছে।
উল্লেখ্য, গত বছর বার্লিন চলচ্চিত্র উত্সবে বলিউড ও হলিউডের দুই জনপ্রিয় অভিনেতা শাহরুখ ও ডিক্যাপ্রিওর পরিচয় হয়। সঙ্গে ছিলেন গুণী নির্মাতা মার্টিন স্করসিসে। ডিক্যাপ্রিও সেখানে গিয়েছিলেন শাটার আইল্যান্ড ছবির প্রচারণার কাজে এবং শাহরুখ খান গিয়েছিলেন মাই নেম ইজ খান ছবির প্রচারণায়। আর সেখানে তাঁদের দুজনের দেখা হয় এবং তাঁরা একত্রে ছবি করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।
ধারণা করা হচ্ছে, হলিউড ও বলিউডের এই দুই তারকার একসঙ্গে ছবিতে কাজ করার মধ্য দিয়ে দুই দেশের মধ্যে ভ্রাতৃত্ববোধ অনেকখানি বাড়বে। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music