CRICKET LIVE STREAMING

Friday, March 4, 2011

 ৪০০ কোটি টাকার বিয়ে!

এক বিয়েতে খরচ হচ্ছে কোটি কোটি টাকা। বর ও কনে পক্ষ দুই হাত খুলে খরচ করছে। বিয়ে উপলক্ষে আয়োজন করা হয়েছে সপ্তাহব্যাপী অনুষ্ঠানের। শুধু তা-ই নয়, টাকার (রুপি) মালা গলায় দিয়ে বিয়ে করেছেন বর। উপহার হিসেবে শ্বশুরবাড়ি থেকে পেয়েছেন বিশাল এক হেলিকপ্টার।
এসব আয়োজন ভারতের ললিত তানোয়ার ও যোগিতা জুনাপুরিয়ার বিয়েকে উপলক্ষ করে। ললিতের বাবা ক্ষমতাসীন কংগ্রেস দলের রাজনীতিবিদ। আর কনের বাবা ছিলেন দিল্লির একসময়কার প্রভাবশালী রাজনীতিবিদ।
বিবিসি অনলাইনের খবরে বলা হয়েছে, গত মঙ্গলবার কনের বাবার খামারবাড়িতে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। সে অনুষ্ঠানে যোগ দেন কয়েক হাজার অতিথি। গতকাল বৃহস্পতিবার বিবাহোত্তর অনুষ্ঠানেও যোগ দেন নিমন্ত্রিত অতিথিরা। আগামী রোববার দিল্লির এক পাঁচ তারকা হোটেলে জাঁকজমকপূর্ণ ও ব্যয়বহুল এ বিয়ে অনুষ্ঠান শেষ হবে। ওই অনুষ্ঠানে নিমন্ত্রিতদের তালিকায় আছেন ভারতের রাষ্ট্রপতি প্রতিভা পাতিল, প্রধানমন্ত্রী মনমোহন সিং, অভিনেতা শাহরুখ খান, অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন প্রমুখ।
ভারতীয় গণমাধ্যমের দাবি, এটি সে দেশের সবচেয়ে ব্যয়বহুল বিয়ের অনুষ্ঠানের একটি। বিয়ের খুঁটিনাটি নিয়ে তাই তারা প্রকাশ করছে নানা খবর। সেসব খবর অনুযায়ী, বিয়ের অনুষ্ঠানে খাবারের পদই ছিল শ খানেক। অতিথিরা যাতে বিয়ের অনুষ্ঠান ঠিকভাবে দেখতে পান, সে জন্য অনুষ্ঠানস্থলে বসানো হয় ১২টি বড় পর্দার টেলিভিশন।
হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, গত সপ্তাহে বিয়ে পূর্ববর্তী অনুষ্ঠানে দুই হাজার অতিথিকে নিমন্ত্রণ করা হয়। তাঁদের প্রত্যেককে একটি করে রুপার বিস্কুট, একটি সাফারি স্যুট ও নগদ ৫০০ ডলার উপহার দেওয়া হয়। কনের পরিবার থেকে বরকে স্বাগত জানানো হয় ৫০ লাখ ডলারের উপহার সামগ্রী দিয়ে ।
টাইমস অব ইন্ডিয়ার হিসাবে, বিয়েতে দুই কোটি ২০ লাখ ডলার খরচ করা হয়েছে। তবে মেইল টুডে বলছে, খরচের পরিমাণ প্রায় সাড়ে পাঁচ কোটি ডলার (বাংলাদেশি মুদ্রায় ৪০০ কোটি টাকার বেশি)।
তবে বিয়ের অনুষ্ঠান নিয়ে গণমাধ্যমের বাড়াবাড়িতে বিরক্ত বরের বাবা কানোয়ার সিং। টাইমস অব ইন্ডিয়াকে তিনি বলেছেন, ‘এটা সত্য, ছেলেকে বেল ৪২৯ মডেলের হেলিকপ্টার দেওয়া হয়েছে। কিন্তু এটি খুবই সাধারণ একটি বিয়ে।’ বিয়ে নিয়ে গণমাধ্যমের বাড়াবাড়িটা অনুমান-নির্ভর বলেও তিনি মন্তব্য করেন।

No comments:

Post a Comment

kazi-music