CRICKET LIVE STREAMING

Friday, February 25, 2011

আগেও ঢাকায় এসেছেন তাঁরা

অক্ষয় কুমারের সঙ্গে মঞ্চে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ প্রতিযোগিতার তারকা মৌসুমী‘আমি এর আগেও ঢাকায় এসেছি।’ অক্ষয় কুমারের কথা শুনে তখন অনেকেরই ভ্রু কুচকে যায়! কবে এসেছিলেন তিনি? অক্ষয় বললেন, ‘২৭ বছর আগে প্রথম এ দেশে এসেছিলাম। ১৯৮৩ সালে হোটেল পূর্বাণীতে চাকরি করতে এসেছিলাম। এবার এই হোটেলের পাশ দিয়ে আসার সময় ওই দিনগুলোর কথা মনে পড়েছে। এতগুলো বছরে বাংলাদেশ অনেক বদলে গেছে।’ আর সালমান খান এসেছিলেন ১০ বছর আগে। ২০০০ সালে প্রীতি ফুটবল ম্যাচ খেলার জন্য ঢাকায় এসেছিলেন তিনি। তখন সালমানের সঙ্গে আরও এসেছিলেন প্রীতি জিনতা, টুইঙ্কল খান্না, চাঙ্কি পান্ডে, আফতাব, জনি লিভারসহ অনেকে।

No comments:

Post a Comment

kazi-music