CRICKET LIVE STREAMING

Saturday, February 26, 2011

 নয়া চুলের ছাঁট-জাস্টিন বিবার

জাস্টিন বিবার

জাস্টিন বিবার

বব কাট চুল আর জাস্টিন বিবার যেন সমার্থক হয়ে দাঁড়িয়েছিল। বলা নেই কওয়া নেই, সেই সাধের কেশ বিসর্জন দিয়ে বসেছেন ১৬ বছর বয়সী এই সংগীত তারকা। কদিন আগে নতুন চুলের ছাঁট নিয়ে অ্যালেনের টিভি শোতে হাজির হয়ে ভক্তদের চমকে দেন বিবার।
ভক্ত-সমর্থকেরা যতই সমালোচনা করুন, বিবার তাঁর সিদ্ধান্তে অনড়। অন্যদের ওজর আপত্তিকেও খুব বেশি পাত্তা দিতে নারাজ তিনি। কারণ এই চুল ছেঁটে ছোট করার কাজটা তিনি করেছেন দাতব্য উদ্দেশ্যে।
‘আমি শুধু ভালো কিছু করতে চেয়েছি।’ বিবারের চুল ছেঁটে ছোট করার ব্যাখ্যা বলতে শুধু এটুকুই। ওয়েবসাইট।

No comments:

Post a Comment

kazi-music