CRICKET LIVE STREAMING

Friday, February 25, 2011

 চট্টগ্রামের প্রীতম

প্রীতমবলিউডের এই সময়ের অন্যতম জনপ্রিয় সুরকার ও সংগীত পরিচালক প্রীতমের বাবা চট্টগ্রামের সন্তান। বাসায় ছোটবেলা থেকেই প্রীতম চট্টগ্রামের আঞ্চলিক ভাষার সঙ্গে খুব পরিচিত। ত্রিদেশীয় বিগ শোতে এসে প্রীতম এভাবেই নিজের শেকড়ের কথা জানালেন সবাইকে। প্রতুল মুখোপাধ্যায়ের ‘আমি বাংলার গান গাই’ করতে গিয়ে বললেন, ‘আমি প্রথমে বাংলায় গান লিখি, সুরও করি বাংলা ভাষা ব্যবহার করেই। তারপর অন্য ভাষায় তা রূপান্তর করি।’

No comments:

Post a Comment

kazi-music