|
আরও উচ্চতায় শচীনস্পোর্টস ডেস্ক ভারতীয় মাস্টার ব্লাস্টার শচীন টেন্ডুলকারের জন্য খুব বেশি রেকর্ড মনে হয় অধরা নেই। একমাত্র ডন ব্রাডম্যানের সে অলঙ্ঘ্য রেকর্ডটি ছাড়া টেস্ট ও ওয়ানডে ক্রিকেটের প্রায় সবগুলোই তিনি ছুঁয়েছেন। গতকাল তার রেকর্ডের পালকে গাঁথা হলো আরেকটি পালক। সবচেয়ে বেশিবার একদিনের খেলায় মাঠে নামার রেকর্ডটি নিজের করে নিয়েছেন ভারতের শচীন টেন্ডুলকার। গতকাল শের-ই-বাংলা স্টেডিয়ামে দশম বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশের বিপক্ষে মাঠে নেমে এ রেকর্ড গড়েন শচীন। ১৯৮৯ সালের ১৮ ডিসেম্বর গুজরানওয়ালায় পাকিস্তানের বিপক্ষে প্রথম একদিনের ম্যাচে মাঠে নামেন তিনি। সেই থেকে এ পর্যন্ত ৪৪৫টি একদিনের ম্যাচে অংশ নেন তিনি। শ্রীলঙ্কার সনাথ জয়াসুরিয়া ১৯৮৯-২০০৯ পর্যন্ত ২০ বছরের ক্যারিয়ারে খেলেন ৪৪৪টি একদিনের ম্যাচ। পাকিস্তানের সাবেক অধিনায়ক ইনজামাম-উল-হক ১৯৯১-২০০৭ পর্যন্ত ১৬ বছরের ক্যারিয়ারে ৩৭৮টি একদিনের ম্যাচে অংশ নেন। পাকিস্তানের আরেক সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম ১৯৮৪-২০০৩ পর্যন্ত ১৯ বছরের ক্যারিয়ারে ৩৫৬টি ম্যাচে অংশ নেন। তিনিই সবচেয়ে বেশি একদিনের ম্যাচ খেলা বোলার। অস্ট্র্রেলিয়ার অধিনায়ক রিকি পন্টিং ১৯৯৫ সালে অভিষেকের পর এ পর্যন্ত খেলেছেন ৩৫২টি একদিনের ম্যাচ। একদিনের ম্যাচ খেলার তালিকায় আপাতত তার নাম ৫ নম্বরে থাকলেও বিশ্বকাপে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটি তার। খেলেছেন ৩৯টি ম্যাচ। রেকর্ডটিতে ভাগ রয়েছে গ্লেন ম্যাকগ্রারও। তিনিও খেলেছেন ৩৯টি ম্যাচ। ৩৮টি করে ম্যাচ খেলেন জয়াসুরিয়া ও ওয়াসিম আকরাম। গতকালের খেলাটি শচীনের ৩৭তম বিশ্বকাপ ম্যাচ। ৩৫টি করে বিশ্বকাপ ম্যাচ খেলেছেন অরবিন্দ ডি সিলভা ও ইনজামাম। ৩৪টি বিশ্বকাপ ম্যাচ খেলেছেন ব্রায়ান লারা। চলতি বিশ্বকাপে অংশ নিয়ে শচীন দাঁড়ালেন জাভেদ মিয়াঁদাদের পাশে। সর্বাধিক ৬ বিশ্বকাপে অংশ নেয়ার রেকর্ডটি এতদিন বড়েমিয়ার দখলে ছিল। এবার ওই রেকর্ডে ভাগ বসালেন শচীন। এটি তার ষষ্ঠ বিশ্বকাপ। ১৯৭৫ সালে প্রথম বিশ্বকাপ খেলা মিয়াঁদাদ শেষবার অংশ নেন ১৯৯৬ সালের বিশ্বকাপে। ১৯৯২ সালের বিশ্বকাপে প্রথম অংশ নেয়া শচীনের জন্য এটি ৬ষ্ঠ বিশ্বকাপ আসর। চলতি বিশ্বকাপে শচীন খেলছেন বিশ্বকাপ ক্যারিয়ারের শুরু থেকে মনের ভেতর পুষে রাখা সে স্বপ্নটা নিয়ে। ’৮৩-র ভারত আর বিশ্বকাপ ট্রফির মুখ দেখেনি। ২০০৩ সালে সৌরভ গাঙ্গুলির নেতৃত্বে ছুঁতে ছুঁতেও ছোঁয়া হয়ে ওঠেনি। তবে এবার বিশ্বকাপ জিতে অপূর্ণ সাধটাকে চরিতার্থ করার ইচ্ছে ভারতের এই জীবন্ত কিংবদন্তির। |
CRICKET LIVE STREAMING
Saturday, February 19, 2011
আরও উচ্চতায় শচীন
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment