বলিউড অভিনেতা শাহরুখ খান আগামী ৯ ডিসেম্বর ঢাকায় আসছেন। ঢাকায় তাঁর জন্য ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জানা গেছে, বেসরকারি নিরাপত্তাপ্রতিষ্ঠান এলিট ফোর্সের সাড়ে তিন শ অভিজ্ঞ সদস্যকে শাহরুখের নিরাপত্তার জন্য নিয়োগ দেওয়া হয়েছে। এদের মধ্যে থাকছেন ৩০ জন মহিলা নিরাপত্তা কর্মী। থাকবে বাউন্সার নামের চার শ স্বেচ্ছাসেবক। এ ছাড়া আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্যসংখ্যক সদস্য থাকবেন। থাকবেন বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যও। বলিউড অভিনেতার নিরাপত্তার জন্য হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে হোটেল র্যাডিসন এবং হোটেল র্যাডিসন থেকে আর্মি স্টেডিয়াম পর্যন্ত নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। ১০ ডিসেম্বর ‘কিং খান লাইভ ইন ঢাকা’ অনুষ্ঠানে অংশ নেবেন শাহরুখ খান।
এলিট ফোর্সের পরিচালক শরীফ শাহাম বলেন, ‘শাহরুখ খানের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা ব্যাপক প্রস্তুতি নিয়েছি। এক সপ্তাহ ধরে পুরো আয়োজনকে ঘিরে আমাদের নিরাপত্তাকর্মীদের বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। ‘কিং খান লাইভ ইন ঢাকা’ উপলক্ষে আর্মি স্টেডিয়ামের আটটি প্রবেশপথে আরও আটটি অস্থায়ী দরজা তৈরি করা হয়েছে। এখানে থাকবে ১৬টি আর্চওয়ে মেটাল ডিটেক্টর ও ৩২টি হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর। সার্বক্ষণিকভাবে চালু থাকবে ৪০টি সিসি ক্যামেরা। মাঠে থাকবে তিনটি মনিটরিং সেল। বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত কিছু কর্মকতা সাদা পোশাকে নিরাপত্তার কাজে নিয়োজিত থাকবেন।’
‘কিং খান লাইভ ইন ঢাকা’ কনসার্টের আয়োজক প্রতিষ্ঠান অন্তর শোবিজের চেয়ারম্যান স্বপন চৌধুরী বলেন, ‘বিশ্বমানের এই তারকার জন্য বাড়তি নিরাপত্তার ব্যবস্থা করেছি। শাহরুখ খানের নিরাপত্তার জন্য পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে সহায়তা চেয়েছি। সবাই নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাস দিয়েছে।’
শাহরুখের সঙ্গে আসছেন ১২ জন ব্যক্তিগত নিরাপত্তাকর্মীও। জানা গেছে, তাঁরা যেকোনো ধরনের ঝামেলা মোকাবিলায় সক্ষম।
No comments:
Post a Comment