মাত্র কয়েক বছর আগেও শচীন টেন্ডুলকার আর ব্রায়ান লারার শ্রেষ্ঠত্বের বিতর্ক বেশ ভালোই চালু ছিল ক্রিকেট অঙ্গনে। এখনো মাঝে মাঝে এই বিতর্কটা উঠে এলেও বাস্তবে লারাকে ছাড়িয়ে এখন অনেক দূরে এগিয়ে গেছেন টেন্ডুলকার। ২০০৬ সালে লারা যেখানে টেস্টে ১১ হাজার ৯৫৩ রান নিয়ে অবসরের ঘোষণা দিয়েছিলেন, সেখানে টেন্ডুলকারের সংগ্রহ এখন পর্যন্ত ১৪ হাজার ২৪০ রান। বেশির ভাগ ব্যাটিং রেকর্ডই নিজের দখলে নিয়েছেন ভারতের এই ব্যাটিং-জিনিয়াস। অনেকেই তাঁকে স্থান দিয়েছে সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্রাডম্যানের পাশে। এবার খোদ ব্রায়ান লারাও বললেন, টেন্ডুলকারই এ যুগের ব্রাডম্যান। তবে দুজনের মধ্যে কোনো তুলনা টানতে রাজি হননি লারা।
টেন্ডুলকার আর ব্রাডম্যান—দুজন ভিন্ন ভিন্ন সময়ে পা রেখেছিলেন ক্রিকেট অঙ্গনে। ক্রিকেটের নিয়ম-কানুন, খেলার ধরন ইত্যাদি অনেক বদলে গেছে বলে এই দুই যুগের তুলনা টানা সম্ভব নয়—এ মন্তব্য করে লারা বলেছেন, ‘আমি অনেক পুরোনো দিনের মানুষের সঙ্গে কথা বলেছি, আর তাঁরা সবাই স্বীকার করেছেন, ব্রাডম্যানও এ সময়ের ক্রিকেটে ৯৯.৯৬ গড়ে রান করতে পারতেন না। এ জন্যই আমার মনে হয় টেন্ডুলকারই আমাদের যুগের ব্রাডম্যান।’
মাত্র ১৬ বছর বয়সে ক্যারিয়ার শুরু করে ২১ বছর ধরে টেন্ডুলকার যেভাবে খেলে যাচ্ছেন, সেটা অন্য অনেকের মতোই বিস্ময়কর মনে হয় ব্রায়ান লারার কাছেও। যতদিন খেলা চালিয়ে যাবেন, ততদিনে টেন্ডুলকার আরও অনেক রেকর্ড নিজের অধীনে নিয়ে আসবেন বলে মন্তব্য করেছেন ওয়েস্ট ইন্ডিজের এই ব্যাটিং কিংবদন্তি।
ব্রাডম্যানের সঙ্গে নিজের এই তুলনার কথা এর আগেও অনেকের মুখেই শুনেছেন টেন্ডুলকার। তবে লারার মতো আরেক ব্যাটিং কিংবদন্তির এই কথাটায় নিশ্চয়ই একটু আলাদা গুরুত্ব দেবেন তিনি!
No comments:
Post a Comment