

আমির খান নাকি শাহরুখ খান?—কে সেরা? এই নিয়ে ভক্তদের মধ্যে মতবিরোধ আছে এবং থাকবে। অবশ্য এই প্রশ্নের মীমাংসার একটা সুযোগ আসছে আগামী বছর। একই বছর কাছাকাছি সময়ে দুটো বড় মাপের ছবিতে দেখা যাবে তাদের। আর দুটো ছবিরই পটভূমি মুম্বাই নগরী।
সুকেতু মেহতার সাড়া জাড়ানো উপন্যাস ম্যাক্সিমাম সিটি অবলম্বনে অস্কার বিজয়ী পরিচালক ড্যানি বোয়েল তৈরি করতে যাচ্ছেন তার আগামী ছবি। এ সময়ের মুম্বাই নগরীকে ঘিরে তৈরি বোয়েলের ছবিতে থাকছেন শাহরুখ। অন্যদিকে আরেক বিশ্বখ্যাত পরিচালক পল শ্রেডারের এক্সট্রিম সিটি ছবিতে অভিনয় করবেন আমির খান। সব মিলিয়ে পরিকল্পনা ঠিকঠাক থাকলে বলিউডের দুই প্রধান খানের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। আর সে লড়াইটা হবে শুধু বলিউড নয়। প্রায় গোটা বিশ্বজুড়ে। ওয়েবসাইট।
সুকেতু মেহতার সাড়া জাড়ানো উপন্যাস ম্যাক্সিমাম সিটি অবলম্বনে অস্কার বিজয়ী পরিচালক ড্যানি বোয়েল তৈরি করতে যাচ্ছেন তার আগামী ছবি। এ সময়ের মুম্বাই নগরীকে ঘিরে তৈরি বোয়েলের ছবিতে থাকছেন শাহরুখ। অন্যদিকে আরেক বিশ্বখ্যাত পরিচালক পল শ্রেডারের এক্সট্রিম সিটি ছবিতে অভিনয় করবেন আমির খান। সব মিলিয়ে পরিকল্পনা ঠিকঠাক থাকলে বলিউডের দুই প্রধান খানের লড়াইটা হবে হাড্ডাহাড্ডি। আর সে লড়াইটা হবে শুধু বলিউড নয়। প্রায় গোটা বিশ্বজুড়ে। ওয়েবসাইট।
No comments:
Post a Comment