CRICKET LIVE STREAMING

Tuesday, November 30, 2010

আবার ক্রিকেটে ঝুঁকছেন প্রীতি !

মাঝে ছবির কাজ ছেড়ে ক্রিকেট নিয়ে মেতেছিলেন বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা। সেখানে অবশ্য খুব একটা সুবিধা করতে না পারার কারণে আবার ক্রিকেট ছেড়ে বলিউডের পর্দায় ফেরার চেষ্টা করেছিলেন তিনি। কিন্তু সেখানে এসেও প্রীতি খুব একটা সুবিধা করতে পারছেন না। প্রীতিকে নিয়ে বলিউডের প্রযোজকেরাও ছবি করার ব্যাপারে খুব একটা আগ্রহ দেখাচ্ছেন না। সে হিসেবে প্রীতির হাতে এখন কোনো ছবি নেই বললেই চলে।
বলিউডে রুপালি জগতে ফিরে আসতে ব্যর্থ হয়ে প্রীতি আবারও নিজেকে ক্রিকেট মাঠে ফেরানোর চেষ্টা করছেন। তাই ভারতের ক্রিকেট বোর্ড প্রীতির দল কিংস ইলেভেন পাঞ্জাবকে বাদ দেওয়ার পরও প্রীতি এখন ব্যস্ত সেই ক্রিকেট দলকে মাঠে ফেরানোর চেষ্টায়। প্রীতির দল কিংস ইলেভেন পাঞ্জাবকে আবার ফেরানো হবে কি না তা নিয়ে আগামী ১ ডিসেম্বর থেকে ৫ ডিসেম্বর যেকোনো দিন মামলাটি উঠতে পারে বলে জানা গেছে।
এদিকে আইপিএলের নিলামের দিনও এগিয়ে আসছে। যদি এবার প্রীতির ক্রিকেট দল বাদ যায়, তাহলে বলিউড ও ক্রিকেট দুকূলই হারাবেন বলে মনে করছেন অনেকেই। তাই বলিউডে এখন আলোচনার কেন্দ্রবিন্দুতে আছেন প্রীতি।

No comments:

Post a Comment

kazi-music