CRICKET LIVE STREAMING

Sunday, November 28, 2010

 নিজেদের প্রযোজনায় মনোযোগী চার খান


বাইরের প্রযোজকদের ধরাছোঁয়ার বাইরে চলে যাচ্ছেন বলিউডের খান নায়কেরা। শাহরুখ খান, সালমান খান, আমির খান—এরপর এবার সাইফ আলী খানও বাইরের প্রযোজকদের নাগালের বাইরে থাকতে চাইছেন। বর্তমানে এঁরা সবাই নিজেদের হোম প্রোডাকসন্সের কাজের দিকেই বেশি ঝুঁকছেন। তবে বাইরের প্রোডাকসন্স কিন্তু একেবারেই বাদ দিচ্ছেন না। জানা গেছে, মাঝেমধ্যে দুয়েকটি ছবি করবেন। শাহরুখ খান তাঁর নিজের প্রযোজনা সংস্থার ব্যানারে ছবি ‘রা ওয়ান’-এর কাজ এরই মধ্যে শেষ করেছেন। মজার ব্যাপার হলো, করন জোহরের এখন যেসব ছবি হবে সেগুলোতে অংশীদার থাকবে শাহরুখের।
অন্যদিকে সালমান খানও এখন নিজের হোম প্রোডাকসন্সের দিকেই ঝুঁকছেন বেশি। ভূষণ কুমারের ‘রেডি’ ও সাজিদ নাদিয়াদওয়ালার ছবি ‘কিক’ ছাড়া এখন আর কোনো ছবির কাজ নিচ্ছেন না সালমান খান। আপাতত আগামী ২০১২ সালের আগে সালমানের কোনো শুটিং শিডিউলও নেই । কারণ, তাঁর হাতে বাইরের ওই দুই প্রযোজকের ছবি ছাড়াও নিজেদের প্রযোজনার ছবি রয়েছে মোট তিনটি।
আর আমির খানের তো কথাই নেই। সেই ‘তারে জমিন পার’ থেকে শুরু করে এখন পর্যন্ত নিজের হোম প্রোডাকসন্সের ছবিতেই বেশি মনোযোগ আমির। ‘পিপলি লাইভ’, ‘ধোবি ঘাটের’ পরের ছবিও তাঁর নিজের প্রোডাকসন্সের ব্যানারে হতে চলেছে। পরিচালনা করবেন স্ত্রী কিরন রাও। এই তিন খানের গতিবিধি দেখে সাইফ আলী খানও ওই পথে পা বাড়াচ্ছেন। সাইফ ইতিমধ্যে প্রেমিকা কারিনা কাপুরকে সঙ্গে নিয়ে নিজের হোম প্রোডাকসন্সের কাজ শুরু করে দিয়েছেন। ‘এজেন্ট বিনোদ’ দিয়েই তাঁর যাত্রা শুরু হচ্ছে।
চার খান এখন বলিউডে একই পথে যাত্রা শুরু করলেও বলিউডের আর এক খান—ইমরান খানের অবশ্য কোনো নিজস্ব প্রোডাকসন্স হাউস নেই। গত শুক্রবার মুক্তি পেয়েছে তাঁর ছবি ‘ব্রেক কি বাদ’। হাতে রয়েছে আরও তিনটি ছবি। এবার দেখা যাক, ইমরানের গতিবিধি। মামা আমিরের পথেই পা বাড়ান কি না?

No comments:

Post a Comment

kazi-music