CRICKET LIVE STREAMING

Saturday, November 20, 2010

সবই গুজব প্রভাকে নিয়ে


সবই গুজব
রংবেরং প্রতিবেদক
অপূর্ব-প্রভার বিয়ের কিছুদিন পর থেকেই প্রভাকে নিয়ে নানা ধরনের গুজব ছড়িয়ে পড়ে। সর্বশেষ গুজবটি ছিল প্রভা আত্মহত্যা করেছেন। সে সুবাদেই প্রভার সঙ্গে যোগাযোগ। প্রভা জানালেন, 'আমি সুস্থ আছি। তবে আমাকে নিয়ে যেভাবে গুজব ছড়ানো শুরু হয়েছে, তাতে সত্যিই আপসেট হয়ে পড়ছি।'
অপূর্বর বোন নূপুর বলেছেন, 'যেভাবে গুজব ছড়ানো হচ্ছে, তাতে আত্মীয়স্বজনের ফোন রিসিভ করতে গিয়ে বিব্রত হচ্ছি। আমাদের পরিবারের সবার পক্ষ থেকে অনুরোধ, গুজব ছড়িয়ে মানুষকে বিব্রত করবেন না। অন্যের শান্তি বিনষ্ট করবেন না।'

No comments:

Post a Comment

kazi-music