
একালের আলোচিত ও জনপ্রিয় অভিনেত্রী দীপিকা পাড়ুকোন সম্প্রতি মুম্বাইয়ে এক সাক্ষাৎ্কারে বেশ কিছু মন্তব্য করেছেন। মন্তব্যগুলোর সবই তাঁর প্রিয় অভিনেতাদের নিয়ে। দীপিকা আমির খান সম্পর্কে বলেন,‘স্কুলে পড়ার সময় থেকেই তাঁর দারুণ ভক্ত হয়ে উঠেছিলাম। স্কুল থেকে ফিরেই প্রায়ই ডিভিডিতে তাঁর হাম হ্যায় রাহি প্যার কে ছবিটি বারবার দেখতাম। তবে ব্যক্তিত্বের ব্যাপারে সবাইকে ছাড়িয়ে গেছেন সাইফ আলী খান। অভিনয়ের চেয়ে তাঁর ব্যক্তিত্ব আমাকে ভীষণ আকৃষ্ট করে।
‘আর সালমান খান? তাঁর সারল্য আমাকে ভীষণ আকৃষ্ট করে। সালমান খুব সোজাসাপ্টা কথা বলেন। তবে আমার কাছে গডফাদার বলুন কিংবা আমার জীবনের টার্নিং পয়েন্ট বলুন, একমাত্র তিনিই আছেন। আর তিনি হলেন—বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর কাছে আমি ছাত্রীর মতোই। ওম শান্তি ওম ছবিতে প্রথম দেখা হয় শাহরুখ খানের সঙ্গে। তাঁর সবকিছুই ভীষণ আকৃষ্ট করে আমাকে। শাহরুখ বলিউডে এক নম্বর কি না, বলতে পারব না। তবে আমার কাছে তিনিই সেরা।’ বলিউডের চার খানকে নিয়ে এভাবেই মন্তব্য করেছেন তিনি।
‘আর সালমান খান? তাঁর সারল্য আমাকে ভীষণ আকৃষ্ট করে। সালমান খুব সোজাসাপ্টা কথা বলেন। তবে আমার কাছে গডফাদার বলুন কিংবা আমার জীবনের টার্নিং পয়েন্ট বলুন, একমাত্র তিনিই আছেন। আর তিনি হলেন—বলিউডের বাদশা শাহরুখ খান। তাঁর কাছে আমি ছাত্রীর মতোই। ওম শান্তি ওম ছবিতে প্রথম দেখা হয় শাহরুখ খানের সঙ্গে। তাঁর সবকিছুই ভীষণ আকৃষ্ট করে আমাকে। শাহরুখ বলিউডে এক নম্বর কি না, বলতে পারব না। তবে আমার কাছে তিনিই সেরা।’ বলিউডের চার খানকে নিয়ে এভাবেই মন্তব্য করেছেন তিনি।
No comments:
Post a Comment