CRICKET LIVE STREAMING

Thursday, October 28, 2010

কিং খান খ্যাত শাহরুখ এবার বলিউডের সর্বোচ্চ করদাতা co

পিটিবি বিনোদন ডেস্ক, ১৮ সেপ্টেম্বর, ঢাকা : কিং খান খ্যাত শাহরুখ খান এ বছর বলিউড তারকাদের মধ্যে সর্বোচ্চ আয়কর দিয়েছেন। এ কারণে ২০১০-১১ অর্থবছরের দ্বিতীয় কোয়ার্টারে গতবারের সর্বোচ্চ করদাতা অক্ষয় কুমারকে সরিয়ে তালিকার এক নম্বরে উঠে আসলেন তিনি। জনপ্রিয় এই অভিনেতা এবছর পাঁচ কোটি রুপি আয়কর দিয়েছেন। গত বছর তিনি আয়কর দিয়েছিলেন সাড়ে তিন কোটি রুপি। এবার সাড়ে চার কোটি রুপি আয়কর দিয়ে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছেন অক্ষয়।

বলিউডের অন্য তারকাদের মধ্যে আমির খান তৃতীয় (চার কোটি রুপি), সাইফ আলী খান চতুর্থ (আড়াই কোটি রুপি) ও সালমান খান ষষ্ঠ (দুই কোটি রুপি) অবস্থানে রয়েছেন। এছাড়া টিনএজ হার্টথ্রুব রনবীর কাপুর আড়াই কোটি রুপি দিয়ে শীর্ষ পাঁচে জায়গা করে নিয়েছেন।

২০১০-১১ অর্থবছরে বলিউডের অভিনেত্রীদের মধ্যে ক্যাটরিনা কাইফ এক কোটি ৩০ লাখ রুপি আয়কর দিয়ে শীর্ষে রয়েছেন। এক কোটি রুপি আয়কর দিয়ে দ্বিতীয় স্থানে রয়েছেন কারিনা কাপুর।

No comments:

Post a Comment

kazi-music