CRICKET LIVE STREAMING

Thursday, October 28, 2010

জানা-অজানা কিছু প্রশ্ন উত্তর

১ সর্ব প্রথম সমূদ্র পথে পৃথিবী প্রদক্ষিন করেন সেবাস্টিয়ান দেলক্যানো।
২ পাক ও আফগাঙ্কে বিভক্তকারি রেখাকে বলা হয় "ডুরান্ড লাইন"।
৩ গ্রিস ও পারস্যের মধ্যে ম্যরাথন যুদ্ধ হয়েছিল।
৪ গাছপালার জন্য হাসপাতাল আছে জার্মানীর ফ্রাঙ্কফুট শহরে।
৫ পূরুষের সংখ্যা কম ইউক্রেনে।
৬ শত বর্ষের যুদ্ধ হয় ফ্রান্স ও ইংল্যান্ডের মধ্যে(১৩০৮-১৪০০)।
৭ আনবিক বোমা আবিষ্কার করেন অটোহ্যান ও মিল্টার।
৮ কোচিন বন্দরকে আরব সাগরের রানী বলা হয়।
৯ ইংলিস চ্যানেল পার হতে ৩৩ কি.মি.পাড়ি দিতে হয়।
১০ সর্ব প্রথম ক্যাপ্টেন ম্যাথুয়েড ১৯৭৪ সালে এবং অষ্ট্রেলিয়ার ম্যাকগিল সবচেয়ে কম সময়ে ইংলিস
চ্যানেল পার হন।
১১ পৃথিবীর সবচেয়ে দির্ঘ্যতম বক্ত্রিতা প্রদান করেন ফিডেল ক্যাস্ট্র্য(৪ ঘ্নটা ২৯মি.)।
১২ অরুন্ধতি রায় (the god of small things) বই লেখার জন্য
বুকার পুরষ্কার পান।
১৩ ইসরাইলের গোল্ডা মায়ার পৃথিবীর প্রথম মহিলা প্রধানমন্ত্রি।
১৪ পৃথিবীতে বাংলা ভাষা ভাষীর সংখ্যা ২২ কোটীর উপরে।
১৫ ইন্টারপোল কি? ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পূলিশ অর্গানাইজেশন।
১৬ ঢাকা ১৬১০ সালে রাজধানী হিসাবে সিকৃ্তি পায়।......(চলবে)।




লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): আমার জানা কিছু প্রশ্ন উত্তর ;



No comments:

Post a Comment

kazi-music