CRICKET LIVE STREAMING

Thursday, October 28, 2010

প্রতি বছর চাঁদের জমি উপহার পাচ্ছেন কিং খান

বিশ্বাস করুন আর নাই করুন৷ দেখতে দেখতে কিন্তু চাঁদ মামার কয়েক একর জমির মালিক হয়ে উঠেছেন বলিউডের ব্যস্ততম অভিনেতা শাহরুখ খান। তাও আবার এক্কেবারে বিনে পয়সায়।

শাহরুখ খানের প্রতি জন্মদিনে, উপহার হিসেবে চাঁদের মাটিকেই বেছে নিয়েছেন তাঁর অস্ট্রেলিয়াবাসী এক ফ্যান। কিং খানের কথায়, বেশ কয়েক বছর ধরে আমার এক অস্ট্রেলিয় ফ্যান উপহার হিসেবে আমার জন্য জমি কিনছেন। তাই প্রতি বছর জন্মদিনের আগে-ভাগেই আমি লুনার রিপাবলিক সোসাইটির তরফ থেকে একটি সার্টিফিকেট পাচ্ছি। যাতে লেখা থাকছে - ইতিমধ্যে চাঁদের কতোটা জমির মালিক আমি হয়ে উঠেছি।

শাহরুখ জানান যে, কয়েক বছর আগে অস্ট্রেলিয়াবাসী এই নারীর সঙ্গে আলাপ হয় তাঁর। আর তারপর থেকেই, শাহরুখকে প্রায়ই লাল-নীল-সবুজ রঙের রঙিন ই-মেইল পাঠাতে শুরু করেন তিনি। আর তার সঙ্গে সঙ্গে, জন্মদিনের পুরস্কার হিসেবে চাঁদের এক ফালি জমি। প্রতি বছরই। কেউ চাইলে অবশ্য একবারে সব জমি কিনে ফেলতে পারে না। কারণ, একেক বারে সর্বোচ্চ ৪০ একর জমি কেনা যায় চাঁদে।

সে যাই হোক। চাঁদে জমি কেনার ব্যাপারটা কিন্তু নতুন নয়। অনেকেই অনলাইনে লুনার রিয়েল এস্টেট এজেন্সি মারফত জমি কিনতে শুরু করেছে চাঁদে। এর জন্য লুনাররেজিস্ট্রি ডটকমই হলো সবচেয়ে জনপ্রিয় ওয়েবসাইট। আর সেই ওয়েবসাইট অনুযায়ী, চাঁদের এক একর জমির দাম হলো মাত্র ৩৭ দশমিক ৫০ মার্কিন ডলার। ভারতীয় মুদ্রায় যা ১৭৫৮ দশমিক ৭৫ রুপি।



রাহাদ বিন মালেক

ঢাকা রিপোর্ট ডটকম/আর বি এম/আর এ এম

No comments:

Post a Comment

kazi-music