CRICKET LIVE STREAMING

Thursday, October 28, 2010

কিং খান বলেই

বলিউড নাকি হরহামেশাই হলিউডের সিনেমা নকল করে। অনেকের মতো শাহরুখ খানও নাকি ওরকম ছবিতে অভিনয় করে নাম কামিয়েছেন। কিন্তু নকল মানে কী সব সময় মন্দ কিছু? ফুটবল ম্যাচ শেষে ফুটবলারদের জার্সি বদল করতে প্রায়ই দেখা যায়। এই অদলবদলের মধ্য দিয়ে ফুটবলারদের মধ্যে কিছুটা আন্তরিকতাও হয়তো তৈরি হয়। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) মালিক শাহরুখ খান ক্রিকেটেও খেলোয়াড়দের মধ্যে আন্তরিকতা বাড়ানোর এই কৌশল প্রয়োগ করতে চাইছেন। সবাইকে তা অনুসরণ করার পরামর্শও দিচ্ছেন। ডেকান চার্জার্সের বিপক্ষে কেকেআরের সর্বশেষ ম্যাচে কিং খান ডেকানের এক ক্রিকেটারের সঙ্গে নিজের জার্সি বদল করেছেন। শুধু তাই নয়, এখন আইন করে হলেও আইপিএলে জার্সি বদলের রেওয়াজ চালুর কথা বলছেন কিং খান। দি টেলিগ্রাফ।

No comments:

Post a Comment

kazi-music