
তবে এ বছরের প্রথম ৬ মাসে তিনি ৪ কোটি ৫ লাখ রুপি কর প্রদান করায় শাহরুখ খানের প্রতিদ্বন্দ্বী হতে পারেন। শাহরুখ খান এসময়ে কর দিয়েছেন ৩ কোটি ৫ লাখ রুপি।
ভারতের টাইমস পত্রিকার খবরে বলা হয়, এই অগ্রীম কর প্রদানকে কেন্দ্র করে ধারণা করা হচ্ছে তাদের এ বছর আয় দাঁড়াবে ৩০ থেকে ৫০ কোটি রুপি।
গত বছর দু’সুপারস্টার শাহরুখ খান ও অয়ের পর ১৪ কোটিরও বেশি রুপি কর দিয়ে তৃতীয় স্থানে রয়েছেন সলমান খান এবং ১৪ কোটি রুপি কর দিয়ে ঋতিক রোশন রয়েছেন চতুর্থ স্থানে।
রাজনীতিকদের মধ্যে উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী মায়াবতি তালিকা থেকে বাদ পড়েছেন এবং অন্ধ্র প্রদেশের সাবেক মুখ্যমন্ত্রী ওয়াইএসআর রেড্ডি’র ছেলে জগমোহন রেড্ডি তালিকায় অন্তর্ভুক্ত হয়েছেন। অগ্রীম আয়কর প্রদানের ভিত্তিতে এই শীর্ষ করদাতার তালিকা তৈরি করা হয়।
২০০৮-’০৯ অর্থবছরে জগণ কর দিয়েছেন মাত্র ২ কোটি ৯২ লাখ রুপি এবং এ বছরের প্রথম ৬ মাসে অগ্রীম কর প্রদান করেছেন ৬ কোটি ৬ লাখ রুপি। আশা করা হচ্ছে, ২০০৯-১০ অর্থবছরে তার আয় ৭০ কোটি রুপি ছাড়িয়ে যাবে এবং কর দাঁড়াবে ২২ কোটি রুপি। তিনি শীর্ষ ১০০ করদাতার মধ্যে একমাত্র রাজনীতিবিদ।
ক্রিকেটারদের মধ্যে শচিন টেন্ডুলকার গত বছর কর দিয়েছেন ৮ কোটি রূপি এবং এ বছরের প্রথম ৬ মাসে দিয়েছে ১ কোটি ৫ লাখ রুপি। এম এস ধোনী ৪ কোটি ৬ লাখ রুপি কর প্রদান করে দ্বিতীয় স্থানে রয়েছেন ।
No comments:
Post a Comment