CRICKET LIVE STREAMING

Sunday, September 26, 2010

করনের নতুন ইচ্ছা kron johor



হলিউডের বিখ্যাত ছবি 'স্টেপমম'-এর ভারতীয় সংস্করণ করবেন বলিউডের তরুণ পরিচালক করন জোহর_ এ কথা সবার জানা। কারণ বহুদিন আগেই করন জোহর তার এই ইচ্ছার কথাটি নিজের অনুষ্ঠান 'কফি উইথ করন' টক শোতে বলেছিলেন। কিন্তু নতুন খবর করন এই ছবির জন্য আবারও কাজলকে চাইছেন। তার ইচ্ছা শাহরুখ-কাজলকে নিয়ে এই ছবিটি নির্মাণ করার। করনের কাছে বন্ধু শাহরুখ খান কোন সমস্যা নয়, সমস্যা হলো কাজলকে নিয়ে। এদিকে জানা যায়, এখন পর্যন্ত কাজল এ বিষয়ে করনকে হ্যাঁ কিংবা না কোন কিছুই বলেননি বলে জানা যায় একটি বিদেশী ওয়েবসাইট সূত্রে। তবে করনও জানিয়ে দিয়েছেন তিনি অপেক্ষা করবেন কাজলের জন্য। তার ভাষ্যে, ছবির প্রধান চরিত্রটির জন্য কাজলের বিকল্প নেই।
উল্লেখ্য, বর্তমানে কাজল করনের 'মাই নেম ইজ খান' ছবির শুটিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এই ছবিতেও কাজলের কাজ করা নিয়ে সন্দেহ ছিল প্রথম দিকে। তবে কাজলের জন্য করন ও শাহরুখকে 'মাই নেম ইজ খান'র শুটিং শুরু করতে দীর্ঘদিন অপেক্ষা করতে হয়। এখন দেখা যাক কাজলের জন্য আবার কতদিন অপেক্ষা করতে হয় করন জোহরকে।

No comments:

Post a Comment

kazi-music