CRICKET LIVE STREAMING

Monday, September 27, 2010

nayok salman shah



সালমান শাহ বাংলাদেশের ক্ষনজন্মা চির সবুজ চিত্র নায়ক। তিনি ১৯ সেপ্টেম্বর ১৯৭০ সালে জন্ম গ্রহন করেন। যিনি ১৯৯৬ সালের ০৬ সেপ্টেম্বর আত্মহত্যা করেন। কিন্তু তাদের পরিবারকর্গের দাবী ছিল এটা আত্মহত্যা নয়। সালমানকে হত্যা করা হয়েছে। সালমানের আসল নাম শাহরিয়ার চৌধুরী ইমন। “কেয়ামত থেকে কেয়ামত ছবির মাধ্যমে তার রূপালি জগতে প্রবেশ।

তার বাবার নাম কমর উদ্দিন চৌধুরী ও মাতার নাম নীলা চৌধুরী, তাঁর স্ত্রী সামিরা একজন উপজাতি।


সালমান শাহ’র সংক্ষিপ্ত কিছু তথ্য-
প্রথম চলচ্চিত্র : কেয়ামত থেকে কেয়ামত
শেষ ছবি : বুকের ভেতর আগুন
প্রথম নায়িকা : মৌসুমী
সর্বাধিক ছবির নায়িকা : শাবনূর (১৪টি)
মোট ছবি : ২৭টি
বিজ্ঞাপনচিত্র : মিল্ক ভিটা, জাগুরার, কেডস, গোল্ড স্টার টি, কোকাকোলা, ফানটা।
ধারাবাহিক নাটক : পাথর সময়, ইতিকথা
একক নাটক : আকাশ ছোঁয়া, দোয়েল, সব পাখি ঘরে ফেরে, সৈকতে সারস, নয়ন, স্বপ্নের পৃথিবী।


তার অভিণীত ছায়াছবি সমূহঃ
ছবির নাম ছবি মুক্তির তারিখ
কেয়ামত থেকে কেয়ামত ১৯৯৩ সালের ২৫ মার্চ
তুমি আমার ১৯৯৪ সালের ২২ মে
অন্তরে অন্তরে ১৯৯৪ সালের ১০ জুন
সুজন সখী ১৯৯৪ সালের ১২ আগস্ট
বিক্ষোভ ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর
স্নেহ ১৯৯৪ সালের ১৬ সেপ্টেম্বর
প্রেমশক্তি ১৯৯৪ সালের ২৩ ডিসেম্বর
কন্যাদান ১৯৯৫ সালের ৩ মার্চ
দেনমোহর ১৯৯৫ সালের ৩ মার্চ
স্বপ্নের ঠিকানা ১৯৯৫ সালের ১১ মে
আঞ্জুমান ১৯৯৫ সালের ১৮ আগস্ট
মহামিলন ১৯৯৫ সালের ২২ সেপ্টেম্বর
আশা ভালোবাসা ১৯৯৫ সালের ১ ডিসেম্বর
বিচার হবে ১৯৯৬ সালের ২১ ফেব্রুয়ারি
এই ঘর এই সংসার ১৯৯৬ সালের ৫ এপ্রিল
প্রিয়জন ১৯৯৬ সালের ১৪ জুন
তোমাকে চাই ১৯৯৬ সালের ২১ জুন
স্বপ্নের পৃথিবী ১৯৯৬ সালের ১২ জুলাই
জীবন সংসার ১৯৯৬ সালের ১৮ অক্টোবর
মায়ের অধিকার ১৯৯৬ সালের ৬ ডিসেম্বর
চাওয়া থেকে পাওয়া ১৯৯৬ সালের ২০ ডিসেম্বর
প্রেম পিয়সী ১৯৯৭ সালের ১৮ এপ্রিল
স্বপ্নের নায়ক ১৯৯৭ সালের ৪ জুলাই
শুধু তুমি ১৯৯৭ সালের ১৮ জুলাই
আনন্দ অশ্রু ১৯৯৭ সালের ১ আগস্ট
বুকের ভেতর আগুন ১৯৯৭ সালের ৫ সেপ্টেম্বর
সত্যের মৃত্যু নেই

No comments:

Post a Comment

kazi-music