অন্যান্য বছরের মতো ফিল্মফেয়ার পাওয়ার লিস্ট ২০০৭ প্রকাশিত হয়েছে সম্প্রতি। পেশাগত সাফল্য-ব্যর্থতা, চাহিদার উত্থান-পতন, ব্যক্তিগত জীবনের নানা দিক বিবেচনায় বলিউডের নির্মাতা, পরিচালক, অভিনেতা, অভিনেত্রী, কলা-কুশলীদের মধ্যে থেকে সেরা দশজনকে নির্বাচন করা হয় সরাসরি ব্যাপক জনমত জরিপের মাধ্যমে।
ফিল্মফেয়ার পাওয়ার লিস্ট এ ঠাঁই পাওয়া তারকা, নির্মাতা, কলা-কুশলীদের ব্যাপারে সাধারণভাবে সবার বিশেষ আগ্রহ থাকে। ফিল্মফেয়ার পাওয়ার লিস্ট ’০৭ এর সেরা দশ অভিনেতা ও অভিনেত্রীর কথা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
২০০৭-এ সেরা দশ অভিনেতা অভিনেত্রীকে পাওয়ার লিস্টে ঠাঁই পেতে কিংবা আগের অবস্থান ধরে রাখতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। আবার কেউ কেউ পেশাগত নানা ব্যর্থতায় আগের অবস্থান থেকে নিচে নেমে গেছেন। অনেকে আগের বছর পাওয়ার লিস্টে থাকলেও এবছর খুঁজে পাওয়া যায়নি তাদের প্রভাবশালী সেরা দশের তালিকায়।
সাধারণত অভিনীত ছবির সাফল্য ব্যর্থতা তারকাদের অবস্থানের ভিত্তি গড়তে বড় ধরনের ভূমিকা রাখলেও গত বছরে কয়েকটি ব্লকবাস্টার হিট ছবির নায়িকা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অভিনেত্রী হিসেবে নিজেকে ততোটা আস্থাশীল করে তুলতে না পারায় সুন্দরী ক্যাটরিনা কাইফ পাওয়ার লিস্টে ঠাঁই পাননি।
আবার অভিনেত্রী হিসেবে অভিষেক হতে না হতেই প্রথম ছবিতেই বড় ধরনের সাফল্যের পাশাপাশি শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুবাদে শো-বিজে বড় ধরনের তোলপাড় সৃষ্টি এবং নিজেকে যথেষ্ট
সম্ভাবনাময়ী প্রমাণ করতে পারায় নবাগতা দীপিকা পাড়কোন সরাসরি অভিনেত্রীদের পাওয়ার লিস্টে ঠাঁই পেয়ে গেছেন। ধৈর্য, পরিশ্রম, নিষ্ঠার কারণে একই বছরে চারটি সুপারহিট ছবি উপহার দিয়ে অক্ষয় কুমার গত বছরে বলিউডে নতুন বিষ্ময় সৃষ্টি করেছেন। এখন তার চাহিদা তুঙ্গে।
এ কারণে পাওয়ার লিস্টে তার অবস্থানের অনেক উত্তরণ ঘটেছে। এভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাপক জনমত জরিপের মাধ্যমে সাম্প্রতিক সময়ে বলিউডের সেরা ১০ প্রভাবশালী অভিনেতা এবং অভিনেত্রীর নির্বাচন সাধারণ দর্শকদের নানাভাবে প্রভাবিত করে।
ফিল্মফেয়ার পাওয়ার লিস্ট এ ঠাঁই পাওয়া তারকা, নির্মাতা, কলা-কুশলীদের ব্যাপারে সাধারণভাবে সবার বিশেষ আগ্রহ থাকে। ফিল্মফেয়ার পাওয়ার লিস্ট ’০৭ এর সেরা দশ অভিনেতা ও অভিনেত্রীর কথা তুলে ধরা হলো এই প্রতিবেদনে।
২০০৭-এ সেরা দশ অভিনেতা অভিনেত্রীকে পাওয়ার লিস্টে ঠাঁই পেতে কিংবা আগের অবস্থান ধরে রাখতে অনেক কাঠ-খড় পোড়াতে হয়েছে। আবার কেউ কেউ পেশাগত নানা ব্যর্থতায় আগের অবস্থান থেকে নিচে নেমে গেছেন। অনেকে আগের বছর পাওয়ার লিস্টে থাকলেও এবছর খুঁজে পাওয়া যায়নি তাদের প্রভাবশালী সেরা দশের তালিকায়।
সাধারণত অভিনীত ছবির সাফল্য ব্যর্থতা তারকাদের অবস্থানের ভিত্তি গড়তে বড় ধরনের ভূমিকা রাখলেও গত বছরে কয়েকটি ব্লকবাস্টার হিট ছবির নায়িকা হওয়া সত্ত্বেও এখন পর্যন্ত অভিনেত্রী হিসেবে নিজেকে ততোটা আস্থাশীল করে তুলতে না পারায় সুন্দরী ক্যাটরিনা কাইফ পাওয়ার লিস্টে ঠাঁই পাননি।
আবার অভিনেত্রী হিসেবে অভিষেক হতে না হতেই প্রথম ছবিতেই বড় ধরনের সাফল্যের পাশাপাশি শাহরুখ খানের বিপরীতে অভিনয়ের সুবাদে শো-বিজে বড় ধরনের তোলপাড় সৃষ্টি এবং নিজেকে যথেষ্ট
সম্ভাবনাময়ী প্রমাণ করতে পারায় নবাগতা দীপিকা পাড়কোন সরাসরি অভিনেত্রীদের পাওয়ার লিস্টে ঠাঁই পেয়ে গেছেন। ধৈর্য, পরিশ্রম, নিষ্ঠার কারণে একই বছরে চারটি সুপারহিট ছবি উপহার দিয়ে অক্ষয় কুমার গত বছরে বলিউডে নতুন বিষ্ময় সৃষ্টি করেছেন। এখন তার চাহিদা তুঙ্গে।
এ কারণে পাওয়ার লিস্টে তার অবস্থানের অনেক উত্তরণ ঘটেছে। এভাবে বিশ্লেষণ করলে দেখা যায়, ব্যাপক জনমত জরিপের মাধ্যমে সাম্প্রতিক সময়ে বলিউডের সেরা ১০ প্রভাবশালী অভিনেতা এবং অভিনেত্রীর নির্বাচন সাধারণ দর্শকদের নানাভাবে প্রভাবিত করে।

১. শাহরুখ খান
গত বছরের মতো এবারও শাহরুখ খান শীর্ষ অবস্থানটি নিজের দখলে রাখতে পেরেছেন। গত বছরে ব্লকবাস্টার হিট ছবি ‘ওম শান্তি ওম’ এর মাধ্যমে দর্শকদের ভীষণভাবে আলোড়িত করেছেন তিনি।
ছবিটিতে তার জমকালো উপস্থিতি এবং ছবিটির বিরাট সাফল্য শাহরুখের ১ নম্বর অবস্থানটি ধরে রাখতে বিরাট ভূমিকা রেখেছে।
ওদিকে ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে তার অনবদ্য অভিনয় দর্শক সমালোচকদের উচ্চ প্রশংসা লাভ করেছে। পাশাপাশি এ ছবির বিরাট সাফল্য শাহরুখের সুপারস্টার স্ট্যাটাসের ঔজ্জ্বল্য বাড়িয়ে দিয়েছে।
এ পর্যন্ত ১৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী শাহরুখকে আগামীতে আরো বেশি পরিমাণে অর্থবহ ছবিতে অভিনয়ের চেষ্টা করে যেতে হবে কমার্শিয়াল ছবির পাশাপাশি। আগামীতে করণ জোহরের ‘আই অ্যাম খান’, মনি রত্মম এবং আদিত্য চোপড়ার নতুন ছবিতে শাহরুখ অভিনয় করবেন।
২. অক্ষয় কুমার
গত বছরের ৭ নম্বর অবস্থানে থেকে এবার এক লাফে দ্বিতীয় অবস্থানে উঠে এসেছে অক্ষয় কুমার। তাঁর বিষ্ময়কর উত্থান বলিউড চমক সৃষ্টি করেছে। গত বছরে লাগাতার চারটি সুপারহিট ছবির সুবাদে বক্স অফিসের সবচাইতে দামী তারকায় পরিণত হয়েছেন।
এক সময়ে অ্যাকশন হিরো হিসেবে তার পরিচিতি এবং চাহিদা সীমাবদ্ধ থাকলেও গত বছরে অয়ের চারটি ব্লকবাস্টার ছবিতে কমেডি অভিনয়ে তার পারঙ্গমতা দর্শকদের আলাদাভাবে আকৃষ্ট করেছেন। এখন বলিউডে তাকে সেরা কমেডি হিরো বিবেচনা করা হচ্ছে। দর্শকদের মনোরঞ্জনে অক্ষয় নিজেকে চমৎকারভাবে ব্যবহার করছেন আজকাল।
পারিশ্রমিকও বাড়িয়ে দিয়েছেন অক্ষয়। ছবি প্রতি এখন ২১ কোটি রূপি দাবি করছেন তিনি। এ পর্যন্ত ২টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া অক্ষয়কে অভিনয়ে আরও এক্সপেরিমেন্টাল হতে হবে। অক্ষয়ের আগামী ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সিং ইজ কিং’, ‘এইচ বাই টেন’, ‘তাশান’, ‘চাঁদনী চক টু চায়না’ ও ‘কমবখত ইশ্ক’ প্রভৃতি।
৩. ঋত্বিক রোশন
আগের বছরে তার অবস্থান ছিল পাঁচ নম্বরে। গত বছরে অর্থাৎ ২০০৭ এ ঋত্বিকের কোনো ছবিই মুক্তি পায়নি। কিন্তু ২০০৬ এ তার দু-দু’টি সুপারহিট ছবি ‘কৃষ’ এবং ‘ধুম টু’র সাফল্যের রেশ গত বছরেও অটুট ছিল। নানাভাবে নিজেকে সবার মনোযোগের কেন্দ্রবিন্দুতে ধরে রাখতে পেরেছেন তিনি।
কিছুদিন আগে ম্যাগনাম ওপাস মুভি ‘যোধা আকবর’ মুক্তি পেয়েছে। এ ছবিতে সম্পূর্ণ নতুন লুক এবং গেটআপ এ পর্দায় উপস্থিত হয়ে ঋত্বিক প্রমাণ করেছেন আসলেই তিনি ব্রিলিয়ান্ট স্রেফ গ্ল্যামার সর্বস্ব নন।
এ পর্যন্ত ৪টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী ঋত্বিককে আরো বেশি বেশি ছবিতে অভিনয় করতে হবে নিজের ক্যারিয়ারের ডাইমেশন বাড়াতে। আগামীতে ‘কৃষ টু’, মনি রত্মম এবং অনুরাগ বসুর নতুন ছবিতে তাকে অভিনয় করতে দেখা যাবে।
৪. সালমান খান
সালমান খানের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। গত বছরের মতো এবারও চতুর্থ অবস্থানটি নিজের দখলে রেখেছেন তিনি। গত বছরে ‘সালাম এ ইশক’, ‘মেরিগোল্ড’ এর মতো চরমভাবে ব্যর্থ ছবিতে তাকে যেমন দেখা গেছে তেমনিভাবে সুপারহিট ‘পার্টনার’ ছবির বড় আকর্ষণ ছিলেন তিনি।
ওদিকে ফ্লপ ছবি ‘সাভারিয়া’র অতিথিশিল্পী হিসেবে তার উপস্থিতি দর্শকদের চমকিত করতে পারেনি। অভিনয়ের বাইরের গত বছরে হরিণ হত্যার মামলায় তাকে আবার কারাবাস এ যেতে হয়েছিল। এতে তার স্ট্যাটাসের তেমন ক্ষতি হয়নি।
শো-বিজে নিজেকে আজও সেক্সি হিরো হিসেবে বিশেষ অবস্থানে ধরে রাখতে পেরেছেন। একটি মাত্র ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড পাওয়া তাকে ‘গড তুসি গ্রেট হো’, ‘যুবরাজ’, ‘হিরোজ’, ‘ওয়ান্টেড ডেড এন্ড অ্যালাইভ’, ‘বীর’, ‘লন্ডন ড্রিমস’ প্রভৃতি ছবিতে দেখা যাবে।
৫. অমিতাভ বচ্চন
গত বছরের দ্বিতীয় অবস্থান থেকে নেমে পাঁচ নম্বর অবস্থানে চলে এসেছেন অমিতাভ বচ্চন। ‘চিনি কম’ এবং ‘শুট আউট লাখন্ডওয়ালা’ ছবি দু’টি তার সম্মান কিছুটা রক্ষা করলেও ‘রাম গোপাল ভার্মা কী আগ’ এবং ‘নিঃশব্দ’ এর মতো ব্যাপক সমালোচিত ছবিতে অভিনয় অমিতাভের মর্যাদা ক্ষুন্ন করেছে অনেকটা। তাঁর ভক্তদের মধ্যে ক্ষোভ লক্ষ করা গেছে। ওদিকে তার অভিনীত ‘ঝুম বারাবার ঝুম’ এবং ‘এক লব্য’ নিয়ে সবার মধ্যে উচ্চাশা থাকলেও ছবি দু’টির চরম ব্যর্থতা অমিতাভের স্ট্যাটাসে মলিনভাব এনে দিয়েছে।
এসব কারণেই এ বছর তার অবস্থান নিম্নগামী হয়েছে। তারপরেও অমিতাভ বচ্চন স্বমহিমায় উজ্জ্বল।
তার সঙ্গে অন্য কারও তুলনা চলে না। অনেকগুলো কারণেই আজও তিনি আলাদা ব্র্যান্ড ধরে রেখেছেন। এখনও তার কথা ভেবে ছবিতে চরিত্র সৃষ্টি করা হয়, যা অন্য কারও বেলায় দেখা যায় না। এই পর্যন্ত ১৩ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী অমিতাভকে সবসময়েই শোলের জয় এর মতো রোলে দেখতে চান দর্শক অবশ্যই গব্বরের মতো চরিত্রে নয়। অমিতাভের আগামী ছবিগুলোর মধ্যে রয়েছে ‘সরকার রাজ’, ‘ভূত নাথ’, ‘শান্তারাম’, ‘দি লাস্ট লিয়ার’ প্রভৃতি।

১. ঐশ্বরিয়া রাই বচ্চন
গত বছরে তার অবস্থান ২ নম্বরে থাকলেও এবার আপন দ্যুতিতে উজ্জ্বল হয়ে শীর্ষ অবস্থানে উঠে এসেছেন। বিয়ের পরও ঐশ্বরিয়া ক্রেজে ভাটা পড়েনি একটুও। বচ্চন পরিবারের বউ হওয়ায় তার স্ট্যাটাস যেনো আরও উজ্জ্বল হয়েছে। গত বছরে তার মাত্র একটি ছবি ‘গুরু’ মুক্তি পেয়েছে।
কিন্তু তারপরেও মিডিয়াতে নানাভাবে আলোড়ন তুলেছেন ঐশ্বরিয়া। বলিউডে তার ব্যস্ততা তেমন উল্লেখযোগ্য না হলেও বক্স অফিসে তার চাহিদা এখনও তুঙ্গে। অনেকের কাছে এখনও ঐশ্বরিয়া ফাস্ট চয়েস হিসেবে বিবেচিত হচ্ছেন। হলিউডের ‘পিংক প্যান্থার-টু’ মুভিতে তার অভিনয়ের ব্যাপারটি পৃথিবী জুড়ে সাড়া তুলেছে।
এ পর্যন্ত ২টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী ঐশ্বরিয়া হালে ‘যোধা আকবর’ ছবির সুবাদে দর্শক সমালোচকদের নতুন করে চমক সৃষ্টি করেছেন। তার অভিনীত আগামী ছবিগুলোর মধ্যে শ্রীরাম রাঘবনের একটি ছবি রয়েছে। যেখানে জন আব্রাহামের বিপরীতে ঐশ্বরিয়াকে প্রথমবারের মতো অভিনয় করতে দেখা যাবে। এছাড়া দক্ষিণী সুপারস্টার রজনীকান্তের বিপরীতে ‘রোবট’ ছবিতেও কাজ করছেন তিনি।
২. রাণী মুখার্জি
গত বছরে শীর্ষ অবস্থানে থাকলেও এবারে দ্বিতীয় অবস্থানে নেমে এসেছেন। গত বছরের সাফল্যের তেমন চমক দেখাতে পারেননি রাণী মুখার্জি। তার যে তিনটি ছবি মুক্তি পেয়েছে সবগুলোই বক্স অফিসে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে।
অভিনয়ের ক্ষেত্রেও আহামরি চমক দেখাতে পারেননি। অথচ তাকে নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আকাশ ছোঁয়া। রাণীর অবস্থানের অধঃপতন অনেককে ভাবিয়ে তুলেছে।
এ পর্যন্ত ছয়টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী রাণীকে আগামীতে ছবি বাছাইয়ে আরও সতর্ক এবং বুদ্ধিমত্তার পরিচয় দিতে হবে। এছাড়া অভিনয়েরও যথেষ্ট পরীক্ষা-নিরীক্ষা চালাতে হবে। রাণীর আগামী ছবিগুলোর মধ্যে কুনাল কোহলির নতুন ছবিটি অন্যতম।
৩. কারিনা কাপুর
গত বছরের ছয় নম্বর অবস্থানে থাকলেও এবার তৃতীয় অবস্থানে উঠে এসেছেন। গত বছরে তার অভিনীত ‘জব উই মেট’ ছবির বিরাট সাফল্য এবং এ ছবিতে কারিনার হৃদয় ছোঁয়া স্বতঃস্ফূর্ত অভিনয় ক্যারিয়ারে নতুন ডাইমেনশন এনে দিয়েছে।
এর আগে এতো বড় মাপের সাফল্যের প্রমাণ দিতে পারেননি কারিনা। সেরা অভিনেত্রী বিবেচিত হয়েছেন ইতিমধ্যে। এখন বলিউডের সেরা তিন অভিনেত্রীর অন্যতম একজন বিবেচিত হওয়ায় তার চাহিদাও বেড়ে গেছে নির্মাতাদের মধ্যে।
এ পর্যন্ত পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী কারিনাকে তার অবস্থান ধরে রাখতে হলে বড় বড় ব্যানারে উল্লেখযোগ্য ছবিতে বেশি বেশি পরিমাণে কাজ করতে হবে। কারিনার আগামী প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘তাশান’, ‘গোলমাল রিটার্নস’, ‘এজেন্ট বিনোদ’, ‘বিনোদ’, ‘মিস্টার এন্ড মিসেস খান্না’, ‘মিলেঙ্গে মিলেঙ্গে’ প্রভৃতি।
৪. প্রিয়াংকা চোপড়া
গত বছরে পাঁচ নম্বর অবস্থানে থাকলেও এবার চতুর্থ অবস্থানে উঠে এসেছেন। যদিও গত বছরে তার অভিনীত মুক্তিপ্রাপ্ত দু’টি ছবিই চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে। তার প্রতি নির্মাতাদের অবস্থা বেড়েছে আগের চেয়েও।
সবাই তাকে নিয়ে কাজ করতে আগ্রহী। চলতি বছরে প্রিয়াংকার অনেকগুলো উল্লেখযোগ্য ছবি আসছে। এ বছরেই তিনি ক্রমেই অপ্রতিরোধ্য হয়ে উঠবেন ধারণা করা হচ্ছে। এ পর্যন্ত দু’টি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী প্রিয়াংকাকে নায়িকা কেন্দ্রীক ছবিতে বেশি পরিমাণে কাজ করতে হবে।
যার মধ্যে তিনি নিজের যোগ্যতা পুরোমাত্রায় দেখাতে সক্ষম হবেন। প্রিয়াংকা আগামী প্রজেক্টগুলোর মধ্যে রয়েছে ‘লাভ স্টোরি ২০৫০’, ‘দস্তানা’, ‘ডন-টু’, ‘ফ্যাশন’, ‘দ্রোনা’, ‘চামকি চামেলি’ প্রভৃতি।
৫. কাজল
গত বছরে চতুর্থ অবস্থানে থাকলেও এবারে কিছুটা নিচে পঞ্চম অবস্থানে নেমে এসেছেন। কারণ গত বছরে কাজলকে কোনো নতুন ছবিতে দেখা যায়নি।
তারপরেও তিনি আপন যোগ্যতায় পঞ্চম অবস্থানটি ধরে রাখতে পেরেছেন। হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রি তাকে এখনও কীভাবে প্রত্যাশা করে- এটা প্রমাণিত হয়েছে এর মাধ্যমে।
আনন্দের ব্যাপার হলো সবার সেই প্রত্যাশা পূরণ করতে কাজল এ বছর আবার রূপালী পর্দায় ফিরছেন তার অভিনেতা স্বামী অজয় দেবগনের প্রথম পরিচালিত ছবি ‘ইয়্যু মি আউর হাম’ এর মাধ্যমে।
এ পর্যন্ত পাঁচটি ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড জয়ী কাজলকে আরও বেশি পরিমাণে ছবিতে অভিনয়ে দেখতে সবাই উদগ্রীব হয়ে আছেন। আগামীতে তাকে শাহরুখ খানের সঙ্গে করণ জোহরের নতুন ছবি ‘আই অ্যাম খান’ এ দেখা যাবে।
http://www.bangladeshinfo.com/entertain/bollywood.php
No comments:
Post a Comment