জি সিনে অ্যাওয়ার্ডস ২০০৭
সেরা অভিনেতা শাহরুখ খান অভিনেত্রী কারিনা কাপুর

গত ২৬ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে প্রদান করা হয়েছে জি সিনে অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনে সেরা অভিনেতার পুরস্কারটি জিতে নিয়েছেন শাহরুখ খান ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য। সেরা অভিনেতার পাশাপাশি জি আইকন পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। এদিকে এবারের জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘জাব উই মেট’ ছবিতে চমৎকার অভিনয় সুবাদে কারিনা কাপুর।
সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘চাক দে ইন্ডিয়া’, ‘তারে জমিন পার’ ছবির জন্য সেরা পরিচালক ও সম্ভাবনাময় নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন আমির খান। একই ছবিতে অভিনয়ের জন্য দারশীল সাফারী সম্ভাবনাময় শিশুশিল্পী ও সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
এবারের জি সিনে অ্যাওয়ার্ডসে সেরার তালিকায় আরও রয়েছেন পার্শ্ব অভিনেতা গোবিন্দ (পার্টনার), পার্শ্ব অভিনেত্রী শিল্পা শেঠি (লাইফ ইন অ্যা মেট্রো), গায়ক শান (সাওয়ারিয়া), গায়িকা শ্রেয়া ঘোষাল (গুরু), গীতিকার প্রসূন জোশি (তারে জমিন পার), সংগীত পরিচালক এআর রহমান (গুরু), নবাগত অভিনেতা রনবীর কাপুর (সাওয়ারিয়া), অভিনেত্রী দীপিকা পাড়–কোন (ওম শান্তি ওম) এবং আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও ফিরোজ খান।
সেরা অভিনেতা শাহরুখ খান অভিনেত্রী কারিনা কাপুর

গত ২৬ এপ্রিল বর্ণাঢ্য আয়োজনে প্রদান করা হয়েছে জি সিনে অ্যাওয়ার্ডস। এবারের আয়োজনে সেরা অভিনেতার পুরস্কারটি জিতে নিয়েছেন শাহরুখ খান ‘চাক দে ইন্ডিয়া’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য। সেরা অভিনেতার পাশাপাশি জি আইকন পুরস্কারেও ভূষিত হয়েছেন তিনি। এদিকে এবারের জি সিনে অ্যাওয়ার্ডসে সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন ‘জাব উই মেট’ ছবিতে চমৎকার অভিনয় সুবাদে কারিনা কাপুর।
সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে ‘চাক দে ইন্ডিয়া’, ‘তারে জমিন পার’ ছবির জন্য সেরা পরিচালক ও সম্ভাবনাময় নবাগত পরিচালকের পুরস্কার জিতেছেন আমির খান। একই ছবিতে অভিনয়ের জন্য দারশীল সাফারী সম্ভাবনাময় শিশুশিল্পী ও সমালোচকদের বিচারে সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন।
এবারের জি সিনে অ্যাওয়ার্ডসে সেরার তালিকায় আরও রয়েছেন পার্শ্ব অভিনেতা গোবিন্দ (পার্টনার), পার্শ্ব অভিনেত্রী শিল্পা শেঠি (লাইফ ইন অ্যা মেট্রো), গায়ক শান (সাওয়ারিয়া), গায়িকা শ্রেয়া ঘোষাল (গুরু), গীতিকার প্রসূন জোশি (তারে জমিন পার), সংগীত পরিচালক এআর রহমান (গুরু), নবাগত অভিনেতা রনবীর কাপুর (সাওয়ারিয়া), অভিনেত্রী দীপিকা পাড়–কোন (ওম শান্তি ওম) এবং আজীবন সম্মাননা পেয়েছেন জিনাত আমান ও ফিরোজ খান।
No comments:
Post a Comment