
বিশ্বের শীর্ষ প্রভাবশালী মানুষদের তালিকায় শাহরুখ খান
বিশ্বের সবচেয়ে ক্ষমতাধর ৫০ জন মানুষের তালিকায় ৪১ তম স্থানে জায়গা পেয়েছেন বলিউডের বাদশা শাহরুখ খান। তালিকাটি তৈরি করেছে বিখ্যাত সাময়িকী নিউজউইক। খবর একাধিক ভারতীয় ওয়েবসাইটের।

আমেরিকা ভিত্তিক বিশ্বখ্যাত সাময়িকী নিউজউইক তাদের ২০০৯ সালের জানুয়ারি সংখ্যার তালিকায় শাহরুখ খানের নাম অন্তর্ভূক্ত করেছে। এ তালিকায় আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট বারাক ওবামা, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন, পাকিস্তানের সেনাপ্রধান আশফাক পারভেজ কায়ানী থেকে শুরু করে ভারতের ক্ষমতাসীন দল কংগ্রেসের প্রেসিডেন্ট সোনিয়া গান্ধীর নামও রয়েছে।
বিনোদন দুনিয়ায় প্রভাব সৃষ্টিকারী হিসেবে এ তালিকায় স্থান পেয়েছেন শাহরুখ খান। নিউজউইক তাকে অভিহিত করেছে ‘কিং অব বলিউড’ হিসেবে। বারাক ওবামা তালিকার শীর্ষে রয়েছেন। ভারতের সরকারি দল কংগ্রেস প্রধান সোনিয়া গান্ধীর অবস্থান তালিকার ১৭ নম্বরে রয়েছে।
এ তালিকায় আরও রয়েছেন চীনের প্রেসিডেন্ট হু জিনতাও, ফ্রান্সের প্রেসিডেন্ট নিকোলাস সারকোজি, জার্মান ভাইস চ্যান্সেলর অ্যাঞ্জেলা মার্কেল প্রমুখ।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম/হাসান আহমেদ/এমআইআর/ডিসেম্বর ২১
No comments:
Post a Comment