শোনা গিয়েছিল, বাংলাদেশের প্রজাপতি ছবির একটি আইটেম গানের সঙ্গে অভিনয় করবেন বলিউডের নায়িকা বিপাশা বসু। কিন্তু পরে আনুষঙ্গিক নানা বিষয়ে বনিবনা না হওয়ায় বাংলাদেশের ছবিতে অভিনয় করা হলো না তাঁর। এবার সেই গানটির সঙ্গে অভিনয় করবেন বলিউডের আরেক নায়িকা আমিশা প্যাটেল। গানটিতে আরও অভিনয় করবেন মোশাররফ করিম। ছবিটি পরিচালনা করছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ।
গত সোমবার সন্ধ্যায় ছবির প্রযোজক এনটিভির ব্যবস্থাপনা পরিচালক এনায়েতুর রহমানের সঙ্গে এ ব্যাপারে আমিশার আলোচনা চূড়ান্ত হয়েছে।
রাজ জানান, আগামী অক্টোবরের দ্বিতীয় ও তৃতীয় সপ্তাহের মাঝামাঝি ছবিতে কাজ করার ব্যাপারে সময় দিয়েছেন আমিশা। পুরো গানটি ধারণ করা হবে ভারতের মুম্বাইয়ে। এরই মধ্যে মুম্বাইয়ের একটি স্টুডিওতে সেট নির্মাণের জন্য নকশা পাঠানো হয়েছে বলে জানান তিনি।
‘টাকার প্রেমে পড়ি আমি, মনের প্রেমে নয়/টাকার মানুষ আমার প্রিয়, মনের মানুষ নয়।’ গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব। কণ্ঠ দিয়েছেন ফেরদৌস ওয়াহিদ ও সিঁথি সাহা।
প্রযোজনা প্রতিষ্ঠানের একটি সূত্র জানিয়েছে, পুরো গানটি ধারণ করার জন্য খরচ হচ্ছে প্রায় ২৫ লাখ রুপি। এর মধ্যে রয়েছে শিল্পীর সম্মানীসহ আনুষঙ্গিক বিভিন্ন খরচ।
ছবির প্রধান তিনটি চরিত্রে অভিনয় করছেন জাহিদ হাসান, মৌসুমী ও মোশাররফ করিম।
No comments:
Post a Comment