CRICKET LIVE STREAMING

Friday, August 6, 2010

zero run

৩২ বলে ০ আজহার আলী, ২৪ বলে ০ ইমরান ফারহাত। এজবাস্টনে কাল দুই পাকিস্তানির কীর্তিতে নিশ্চয়ই কৌতূহল জাগছে, টেস্টে সবচেয়ে বেশি বল খেলে ০ রানের রেকর্ডটি কার! এক পাকিস্তানিরই আছে এর চেয়ে বেশি বলে শূন্য। শ্রীলঙ্কার বিপক্ষে ২০০০ সালে ৪২ বলে ০ করেছিলেন শোয়েব আখতার, সাবেক অস্ট্রেলিয়া পেসার মাইক হুইটনিরও আছে ৪২ বলে ০। ৫১ বলে ০ আছে সাবেক ইংলিশ স্পিনার পিটার সাচের, আরেক ইংলিশ রিচার্ড উইলসন করেছিলেন ৫২ বলে ০। তবে রেকর্ডটি নিউজিল্যান্ডের জিওফ অ্যালটের, ১৯৯৯ সালে অকল্যান্ডে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭৭ বল খেলে ০ রানে আউট হয়েছিলেন তিনি। ১০১ মিনিট উইকেটে ছিলেন নিউজিল্যান্ডের সাবেক বাঁহাতি পেসার, সময়ের হিসেবেও যেটি রেকর্ড। ৭২ মিনিট সময় নিয়ে সাচের ইনিংসটি আছে দুইয়ে। তবে দুইয়ে সাচ একা নন, আছেন এক বাংলাদেশিও। বাঁহাতি পেসার মঞ্জুরুল ইসলাম শ্রীলঙ্কার বিপক্ষে ২০০০ সালে ৪১ বলে ০ করতে উইকেটে ছিলেন ৭২ মিনিট।

No comments:

Post a Comment

kazi-music