
বাড়ি তাঁর বরিশালের গৌরনদীতে। ঢাকায় নাটক করেন বিভিন্ন ভাষায়। কখনো পুরান ঢাকার ভাষায়, কখনো ময়মনসিংহের ভাষায়, আবার কখনো কুমিল্লার ভাষায়। এবার তিনি নিজের জন্মস্থান বরিশালের ভাষায় নাটকে কাজ করলেন। মন খুলে জন্মস্থানের ভাষা আওড়ালেন নাটকে। বললেন, ‘সাধারণত নিজের এলাকার ভাষাটা ব্যবহার করা হয় না। কারণ, এ ভাষায় সবাই অভ্যস্ত নয়। কিন্তু এবার নাটকে বরিশালের ভাষা পেয়ে ভালোভাবেই তা ব্যবহার করলাম।’
তিনি মোশাররফ করিম। নাটকের নাম মীরাকেল। মাইনুল হাসানের পরিচালনায় সম্প্রতি তিনি এ নাটকে অভিনয় করেছেন।
তিনি মোশাররফ করিম। নাটকের নাম মীরাকেল। মাইনুল হাসানের পরিচালনায় সম্প্রতি তিনি এ নাটকে অভিনয় করেছেন।
No comments:
Post a Comment