CRICKET LIVE STREAMING

Tuesday, August 10, 2010

বিগ বাজেটের ছবিতে রজনীকান্ত-ঐশ্বরিয়া


১৯৬০ সালে মুক্তি পেয়েছিল দিলীপ কুমার-মধুবালার ছবি মোঘল-এ আজম। এ বছর ছবিটি তার ৫০ বছর পার করেছে। ওই ছবির মোট বাজেট শুনে সে সময় সবার চোখ কপালে উঠে গিয়েছিল। শীশ মহল, দরবারের সেট সব মিলিয়ে খরচ হয়েছিল মোট ১২ কোটি রুপি। সে বছর বলিউডি সিনেমার সবচেয়ে বড় বাজেটের ছবি ছিল এটি।
৫০ বছর পর সব রেকর্ড ভাঙতে যাচ্ছে তমিল ও হিন্দি ছবির নায়ক রজনীকান্ত ও ঐশ্বরিয়া রাই বচ্চনের দ্বিভাষিক দ্য রোবট। তামিল ভাষায় ছবিটির নাম ইন্ধিরান। জানা গেছে, এ ছবির মোট বাজেট ১৫০ কোটি রুপি।
বিষয়টি অনেককেই ভাবনায় ফেলে দিয়েছে। অভিষেক-ঐশ্বরিয়া রাই বচ্চনের ছবি রাবন-এর বাজেট ছিল ১২০ কোটি রুপি। তাকে টপকে গেছে দ্য রোবট।

No comments:

Post a Comment

kazi-music