
বিশ্বের সবচেয়ে বেশি আয়ের টেলিভিশন তারকা কে? উত্তরটা একক নয়, অপরাহ উইনফ্রে ও চার্লি শিন টিভি গাইড সাময়িকী প্রকাশিত তালিকায় যৌথভাবে শীর্ষস্থান দখল করেছেন। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, 'টু অ্যান্ড অ্যা হাফ ম্যান' টিভি ধারাবাহিকে প্রতি পর্বের জন্য ১.২৫ মিলিয়ন মার্কিন ডলার আয় করেন অভিনেতা চার্লি শিন। অন্যদিকে টক শো উপস্থাপন করে অপরাহ উইনফ্রের বার্ষিক আয়ের পরিমাণ ৩১৫ মিলিয়ন মার্কিন ডলার।
No comments:
Post a Comment