নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে ওবামার মসজিদ নির্মাণের অনুমতি
শুক্রবার হোয়াইট হাউসে মুসলমানদের সম্মানে দেয়া ইফতার অনুষ্ঠানে মার্কিন প্র্রেসিডেন্ট বারাক ওবামা যুক্তরাষ্ট্রর নিউইয়র্কের গ্রাউন্ড জিরোতে মসজিদ তৈরিতে বাধা দেয়ার ঘটনাকে একটি বিতর্কিত সিদ্ধান্ত বলে উল্লেখ করেছেন। তিনি বলেন তিনি সেখানে মসজিদ নির্মাণের অনুমতি দিয়েছেন।
এ সময় তিনি বলেন, ধর্মের ব্যাপারে প্রত্যেকের ব্যক্তিগত স্বাধীনতা আছে। ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতের প্রতিশ্রুতিতে আমরা অবিচল। জঙ্গীরা আসলে ইসলাম প্রতিষ্ঠার জন্য নয়, ইসলাম ধ্বংসের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে।
উল্লেখ্য, ৯/১১ এ টুইনটাওয়ারে হামলার পর গ্রান্ড জিরোর পাশে তৈরি ইসলামি কালাচারাল সেন্টারের কয়েকশ’ গজের মধ্যে মসজিদ নির্মাণ নিয়ে বিতর্ক চলে আসছিলো। নিউইয়র্কের এক ডেভলপার সাবেক ওয়ার্লট্রেড সেন্টারের অদূরেই ১৩তলা একটি ইসলামি কমিউনিটি সেন্টার ও মসজিদ নির্মাণের ঘোষণা দেবার পর পরই শীর্ষস্থানীয় রিপাবলিকান নেতারা এবং দেশটির ধর্মীয় পণ্ডিতরা এ সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। এ পরিপ্রেক্ষিতে সাবেক রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট প্রার্থী সারাহ পলিন গ্রাউন্ড জিরোতে মসজিদ তৈরির সিদ্ধান্তকে ১১ সেপ্টেম্বম্বর হামলায় নিহতদের স্মৃতির প্রতি অশ্রদ্ধা বলে মন্তব্য করেন।
No comments:
Post a Comment