CRICKET LIVE STREAMING

Wednesday, August 4, 2010

তারকারা যখন নির্মাণে ব্যস্ত



ঈদের মৌসুমে তারকারা অভিনয়ে ব্যস্ত থাকবেন, এটাই স্বাভাবিক। কিন্তু এখন তাঁদের দেখা যাচ্ছে নাটক নির্মাণে ব্যস্ত থাকতে। কেউ নিজের প্রযোজনা প্রতিষ্ঠানের জন্য নাটক লিখছেন, কেউ পরিচালনা করছেন, কেউ বা প্রযোজনা করে সেসব নাটক বাজারজাত করার জন্য ছুটছেন টিভি চ্যানেলগুলোতে অথবা বিজ্ঞাপনী সংস্থায়।
নাটক নির্মাণে ব্যস্ত আছেন সুবর্ণা মুস্তাফা, আজিজুল হাকিম, শহীদুজ্জামান সেলিম, আফসানা মিমি, তৌকীর আহমেদ, জাহিদ হাসান, মাহফুজ আহমেদ, বিপাশা হায়াত, শমী কায়সার, সাদিয়া ইসলাম মৌ প্রমুখ।
জানা গেছে, তাঁদের কেউ কেউ তিন-চারটি করে নাটক নির্মাণ করছেন। বেশির ভাগ তারকা কাজ করছেন বিভিন্ন টিভি চ্যানেলের জন্য। আর নাটক লেখালেখি নিয়ে ব্যস্ত সময় পার করছেন বিপাশা হায়াত। একাধিক পরিচালকের নাটকে অভিনয়ের আহ্বান উপেক্ষা করেছেন তিনি। ঈদের জন্য তিনি লিখেছেন চারটি নাটক। এর মধ্যে দুটি পরিচালনা করবেন তৌকীর আহমেদ। অন্য একটি পরিচালনা করছেন বিপাশা নিজেই। আরেকটি নাটক অন্য একটি প্রতিষ্ঠান থেকে নির্মিত হচ্ছে।
তাহলে কি তাঁরা অভিনয় করছেন না? ‘করছি। এই যেমন নিজের প্রযোজনার বাইরে এবারের ঈদে তিনটি নাটকে অভিনয় করলাম। নেপালে যাচ্ছি। সেখান থেকে এসে নিজের প্রযোজনায় আর একটি নাটক নির্মাণ করব।’ বলেছেন মাহফুজ আহমেদ।-
colleceted from

No comments:

Post a Comment

kazi-music